কলকাতা, 7 অক্টোবর: কামদুনি গণধর্ষণ ও খুনের মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। আদালতের রায়ের বিরুদ্ধে নির্যাতিতার পরিবার এবার দেশের শীর্ষ আদালতে যাওয়ার চিন্তা-ভাবনা করছে। একই সঙ্গে, রাজ্য পুলিশ ও একাধিকবার সরকারি আইনজীবী বদল নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এমন অবস্থায় শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই চিঠিতে কামদুনি কাণ্ডের নির্যাতিতার পরিবারের সদস্যদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক তত্ত্বাবধায়ক তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় জানতে পেরে তিনি খুবই মর্মাহত বলেও এদিন জানিয়েছেন অধীর।
মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে অধীর লিখেছেন, "আমাদের রাজ্যের মানুষ ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা এবং অটুট বিশ্বাস রাখে। কিন্তু 10 বছর আগের কামদুনি গণধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ জানতে পেরে আমি খুবই মর্মাহত হয়েছি। কেন্দ্রীয় আইনসভার একজন প্রবীণ সদস্য হওয়ার কারণে, মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে কোনও অবমাননাকর মন্তব্য করার সাহস আমার নেই। কিন্তু, মৃত্যুদণ্ডের সাজা পরিবর্তন করা হয়েছে। ফলে, আমাদের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাসের ভিত্তিতে কম্পন ধরেছে।"