কলকাতা, 2 ডিসেম্বর: ঘুষের বদলে প্রশ্নের ইস্যুতে আগেই তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ এবার এই নিয়ে তিনি চিঠি লিখলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ৷ সেই চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, "মহুয়া মৈত্রকে বহিষ্কার অত্যন্ত গুরুতর শাস্তি । সাংসদের ‘অনৈতিক আচরণ’ বলতে কী বোঝায় ও তার নিয়মগুলি কী কী, তা মনে করা প্রাসঙ্গিক ।"
উল্লেখ্য, ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ সেই কারণে তাঁর সাংসদপদ খারিজের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি ৷ সেই কমিটির কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী ৷ তিনি লিখেছেন, "সংসদীয় কমিটিগুলির কার্যকারিতা সম্পর্কিত নিয়ম ও পদ্ধতির পুনর্বিবেচনা এবং যথাযথ পর্যালোচনা করার প্রাথমিক উদ্দেশ্য নিয়ে লিখছি । আমি প্রধানত লোকসভার সদস্যদের প্রিভিলেজ কমিটি, এথিক্স কমিটি ইত্যাদির বিষয়ে উদ্বিগ্ন ।"
চিঠিতে অধীর আরও লিখেছেন, "প্রাথমিকভাবে অভূতপূর্ব মিডিয়া কভারেজ এবং এথিক্স কমিটির তদন্তর পরও মামলার বিশেষ বিশ্লেষণের প্রয়োজনীয়তা অনুভব করেছি । এথিক্স কমিটি দ্বারা মহুয়া মৈত্রর মামলা সংক্রান্ত মিডিয়া কভারেজে বিষয়গুলি সামনে আনা হয়েছে, তা দেখার আগে সাংসদের ‘অনৈতিক আচরণ’ বলতে কী বোঝায় ও তার নিয়মগুলি কী কী, সেটা মনে করা প্রাসঙ্গিক ।"