পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্যে আটকে থাকা মানুষকে ফেরাতে উদ্যোগী অধীর চৌধুরি - Adhir Chowdhury Took initiative to help migrants

বাংলা থেকে ভিনরাজ্যে যাওয়া শ্রমিক, বিশেষ করে যাদের বাড়ি মুর্শিদাবাদে, তাদের ফিরিয়ে আনার জন্য পাশাপাশি পড়ুয়া ও চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়া মানুষকে ফিরিয়ে আনতে উদ্যোগ নিলেন অধীর চৌধুরি ।

অধীর চৌধুরি
অধীর চৌধুরি

By

Published : Apr 27, 2020, 5:35 PM IST

কলকাতা, 27 এপ্রিল : কেবল বাংলার শ্রমিক নয়, পড়ুয়া-সহ ভিনরাজ্যে আটকে থাকা এ রাজ্যের সমস্ত মানুষকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি । বিশেষ করে মুর্শিদাবাদ থেকে ভিনরাজ্যে যাওয়া শ্রমিক, পড়ুয়া, পর্যটক ও চিকিৎসার জন্য যাওয়া রোগীদের এবার দুশ্চিন্তা শেষ । তাদের দ্রুত রাজ্যে ফিরিয়ে আনবেন বলে আশ্বস্ত করেন তিনি ।

আজ একটি ভিডিয়ো বার্তায় তিনি জানান, বাংলা থেকে ভিনরাজ্যে যাওয়া শ্রমিক, বিশেষ করে যাদের বাড়ি মুর্শিদাবাদে, তাদের ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে । ভিনরাজ্যে আটকে থাকা মানুষকে ফিরিয়ে আনার জন্য অধীর চৌধুরি একাধিকবার চিঠিও দিয়েছেন নরেন্দ্র মোদিকে । তবে, এখনও কোনও সুরাহা হয়নি বলেই খবর । দীর্ঘ লকডাউনের ফলে পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়ায় বিকল্প পদ্ধতিতে তাদের ফিরিয়ে আনা যায় কিনা তা নিয়ে রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি । রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গেও কথা হয়েছে বলে জানান অধীর চৌধুরি । রাজস্থানের কোটায় আটকে থাকা পড়ুয়াদের দ্রুত বাংলায় ফিরিয়ে আনা হচ্ছে । রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে তাদের ।

অধীর চৌধুরি বলেন, "ভিন রাজ্যে আটকে থাকা মানুষদের এ রাজ‍্যে ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি । পশ্চিমবঙ্গের সীমানায় পৌঁছে গেলে, এই রাজ্য সরকার শুধু ছাড়পত্র দিক । তাদের পশ্চিমবঙ্গে প্রবেশের ব্যবস্থা করুক, তাহলেই সমস্যার সমাধান হবে ।" যেসমস্ত ছাত্রছাত্রীরা ফিরতে চান, তাদের অভিভাবকদের কাছে অধীর চৌধুরির আবেদন, স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে শংসাপত্র নিয়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে যান । সংসদের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে । ছাত্রছাত্রীদের দুশ্চিন্তা কমবে । তারা সরকারি উদ্যোগে গাড়িতে চেপে বাড়ি ফিরবেন । প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীর সদর্থক সাড়া মিললে আরও আগে এই কাজ করা সম্ভব হত বলে মনে করছেন তিনি । রাজ্যের সীমানা পর্যন্ত এলে সরকারি ব‍্যবস্থাপনায় গাড়িতে করে সংশ্লিষ্ট মানুষ তার বাড়িতে ফিরতে পারবে ।

রাজস্থানের মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও অধীর চৌধুরির কথা হয়েছে । এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার চিঠির মাধ্যমে মতামত বিনিময় হয়েছে । অধীর চৌধুরি বলেন, মুখ্যমন্ত্রী টুইট না করে ঘোষণা করুন, ছাত্র-ছাত্রীসহ ভিন রাজ্যে আটকে থাকা মানুষের পশ্চিমবঙ্গের প্রবেশের ক্ষেত্রে কোনও সমস্যা নেই । তাহলেই সুরাহা মিলবে । পশ্চিমবঙ্গে প্রবেশের সময় শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করে নিতে পারে রাজ্যের সরকার । ভিন রাজ্য থেকে এই রাজ্যের আটকে পড়া মানুষ যারা আসবে, তাদের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে কিনা তাও পরিষ্কার হয়ে যাবে । এখন শুধু সময়ের অপেক্ষা । পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক ছাড়পত্র মিলেছে । তবে, চূড়ান্ত ছাড়পত্র মিললে রাজ্যে ফিরতে পারবে বহু মানুষ ।

ABOUT THE AUTHOR

...view details