কলকাতা, 20 অগাস্ট:যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । রবিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির জন্মবার্ষিকীতে বিধানভবনে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ রাজীব গান্ধি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন দেশের জন্য কী কী করেছেন সেই সমস্ত ইতিহাস এদিন তুলে ধরেন অধীর ৷ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন অধীর । এরপর যাদবপুরকাণ্ড নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি ।
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি নেশার ঠেকে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছিলেন অধীর । রবিবার ওই একই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তাঁর দাবি, "অনেক কলেজ বিশ্ববিদ্যালয় তো উঠে গিয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ফাইভ স্টার বিশ্ববিদ্যালয়ও এবার উঠে যাবে । আর কি হবে !" প্রদেশ কংগ্রেস সভাপতির মতে, "আইনশৃঙ্খলা রাজ্যের দায়িত্ব । ইউজিসি কেন্দ্রের । ফলে কেন্দ্র-রাজ্য সকলকে মাথা ঘামাতে হবে এই বিষয়ে । এটাতে রাজনীতি করার কিছু নেই ।