কলকাতা, 30 জুন:প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নজিরবিহীন আক্রমণের মুখে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিবকে একহাত নেন অধীর চৌধুরী । তাঁর কথায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে এই মুখ্যসচিবকে জনপ্রতিনিধি করে তাঁর মন্ত্রিসভায় ঠাঁই দেবেন । এদিন অধীর চৌধুরী বলেন, "নিজের পদ গরিমা বিসর্জন দিয়ে উনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে সেবা করেছেন নিঃশর্তে, চোখ বুজে আমার ধারণা দিদি তাঁকে ছাড়বেন না ৷ তাঁর নিজের পদগরিমা, তাঁর শিক্ষাগত যোগ্যতাকে বিসর্জন দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে তিনি কাজ করেছেন তাতে আমার ধারণা তিনি তাঁকে এমএলএ করবেন এবং রাজ্যের কোনও না কোনও দফতরের মন্ত্রী বানাবেন ।"
উল্লেখ্য, এদিন অধীর চৌধুরী যখন সাংবাদিক বৈঠকে হরিকৃষ্ণ দ্বিবেদীর সমালোচনা করছেন, তখনও তাঁর পদের মেয়াদ বৃদ্ধিতে কেন্দ্রের অনুমোদনের চিঠি নবান্নে এসে পৌঁছয়নি ৷ রাজ্যের আবেদন মেনে এরপরে মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির অনুমোদনের চিঠি কেন্দ্র থেকে নবান্নে এসে পৌঁছয় ৷ আরও 6 মাসের জন্য মুখ মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি হয়েছে ৷