কলকাতা, 5 মার্চ: কলকাতার বিসি রায় হাসপাতালে মৃত্যু হল আরও দুই শিশুর (Children Death)৷ তাদের শরীরেও ছিল অ্যাডিনো ভাইরাসের উপসর্গ (Adenovirus in Kolkata)৷ গত 9 দিনে এই নিয়ে 36টি শিশুর মৃত্যু হল ৷ পরপর শিশুমৃত্যুতে আতঙ্ক ক্রমে বাড়ছে অ্যাডিনো ভাইরাস নিয়ে ৷ কারণ মৃত শিশুদের বেশিরভাগেরই ছিল অ্যাডিনো ভাইরাসের উপসর্গ ৷
9 দিনে মৃত 36 শিশু: রাজ্যের স্বাস্থ্য বিভাগের রেকর্ড বলছে যে, গত নয় দিনে 36টি শিশুর মৃত্যু হয়েছে । রবিবার সকালে সর্বশেষ দুটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে । নিহত দুই শিশুর নাম আতিফা খাতুন (18 মাস) ও আরমান গাজি (4 বছর)।
সকালে মৃত্যু হয় মেটিয়াবুরুজের শিশুর: জানা গিয়েছে, মেটিয়াবুরুজ এলাকার নাদিয়াল থানার অন্তর্গত একটি পরিবারের বাসিন্দা আতিফা খাতুনকে 26 ফেব্রুয়ারি বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল, যেগুলি সবই অ্যাডিনো ভাইরাসের উপসর্গ ৷ বেশ কয়েকদিন ধরে চিকিৎসা সত্ত্বেও তার মধ্যে সুস্থ হওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি এবং রবিবার ভোরে শিশুটির মৃত্যু হয় ।
ভোর মৃত্যু বসিরহাটের শিশুর: একইভাবে, রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানা এলাকায় থাকত 4 বছরের আরমান গাজি । একই রকম উপসর্গ নিয়ে গত সপ্তাহে তাকে ভর্তি করা হয় বিসি রায় হাসপাতালে ৷ সেই শিশুটিও রবিবার ভোর 5টা নাগাদ মারা যায় ৷ অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।"