কলকাতা, 11 মার্চ: আগামী 14 মার্চ রাজ্যে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) ৷ চলবে এই মাসের 27 তারিখ পর্যন্ত ৷ আর এ বছরের মোট পরীক্ষার্থী 8.52 লক্ষ ৷ কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য লোকাল ট্রেনের বাড়তি স্টপেজ দেওয়া হবে (Additional Stoppage of Local Trains on Howrah and Sealdah Section) ৷ এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ পরীক্ষার দিনগুলিতে হাওড়া ও শিয়ালদহ শাখার বেশ কিছু লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনকে অতিরিক্ত কিছু স্টেশনে দাঁড় করানো হবে ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলি হল- 14 মার্চ, 16 মার্চ, 17 মার্চ, 187 মার্চ, 20 মার্চ, 21 মার্চ, 22 মার্চ, 23 মার্চ, 24 মার্চ, 25 মার্চ ও 27 মার্চ ৷ এই 11 দিন শিয়ালদা শাখায় সকাল 8টা-10টা এবং দুপুর 1টা 15 মিনিট থেকে বিকেল 3টে 15 মিনিট পর্যন্ত লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনগুলি অতিরিক্ত সময় নির্ধারিত স্টেশনগুলিকে দাঁড়াবে ৷
শিয়ালদা শাখা
1. 31819 শিয়ালদা-কৃষ্ণনগর সিটি পলতা, জগদ্দল এবং কাঁকিনাড়ায় সকাল 08:24, 08:32 ও 08:44 মিনিটে থামবে ৷
2. 31111 শিয়ালদা–কাটোয়া ট্রেনটি জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে সকাল 08:57 ও 09:00টার সময় থামবে ৷
3. 31818 কৃষ্ণনগর সিটি-শিয়ালদা ট্রেনটি জগদ্দল এবং পলতা স্টেশমে সকাল 08:24 ও 08:35 মিনিটে থামবে।
4. 31916 গেদে-শিয়ালদা লোকাল কাঁকিনাড়া এবং জগদ্দল স্টেশনে সকালে 08:56 ও 08:58 মিনিটে পৌঁছাবে ৷
5. 03116 লালগোলা–শিয়ালদা ট্রেনটি কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় সকালে 09:07, 09:09 এবং 09:16 মিনিটে থামবে ৷
6. 31520 শান্তিপুর-শিয়ালদা ট্রেনটি জগদ্দলে 09:54 টায় থামবে ৷
7. 33363 বারাসত–বনগাঁ ট্রেনটি সানহাটি হাটে 09:07 টায় দাঁড়াবে ৷
8. 33362 বনগাঁ–বারাসত ট্রেনটি 09:55 মিনিটে সানহাটি হাটে থামবে ৷