কলকাতা, 22 ডিসেম্বর: আর দু'দিন তারপরই বড়দিন ৷ তার ক'দিন পরেই ইংরেজি বর্ষবরণ। করোনা মুক্ত এই ক্রিসমাস (Christmas) যে মানুষজন লুটেপুটে উপভোগ করবে তা বলাই বাহুল্য। তবে করোনার নয়া প্রজাতির সংক্রমণ ফের মাথাচাড়া দিয়েছে অন্যত্র দেশে ৷ করোনা যাতে রাজ্য তথা দেশে ফের প্রভাব ফেলতে না-পারে তাই স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করেছে ৷ বড়দিনে পার্ক স্ট্রিট চত্বর আলোর রোশনাতে ভোরে ওঠে এবং তা দেখতেই উপচে পড়ে ভিড়। আর সেখানেই মাথায় রাখতে হবে দূরত্ব বিধি ৷ তাই এই বছর যাত্রী সুবিধার্থে সব স্টেশনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে বলে জানাল মেট্রো রেল ৷
এছাড়াও ওইদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই চলবে মেট্রো (Kolkata Metro)। পাশাপাশি বাড়ানো হবে মেট্রোর সংখ্যাও। 25 ডিসেম্বর যাত্রী ভিড় সামাল দিতে ও যাত্রীদের নিরাপত্তার দিক সুনিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণেশ্বর, দমদম, পার্ক স্ট্রিট, ময়দান ও রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা (Additional Staff Will Be Deployed at Metro Stations on Christmas)। বাড়তি মেট্রো কর্মী মোতায়েন করা হবে ওই স্টেশনগুলোতে। পাশাপাশি উক্ত এই স্টেশনগুলিতে ট্রাফিক ইন্সপেক্টর এবং সুপারভাইজারাও থাকবেন যাত্রীদের সুবিধার জন্য। পার্ক স্ট্রিট স্টেশনে বাড়তি টিকিট কাউন্টার খোলা হবে।