কলকাতা, 14 নভেম্বর: কালীপুজোয় চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ খাস কলকাতায় ৷ অভিযুক্তদের বাধা দিতে গেলে নিউমার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ-সহ তিন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ ৷ এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। তবে নিউমার্কেট থানার ওসি-সহ পুলিশ আধিকারিকদের প্রহৃত হওয়ার খবর প্রশাসনের কর্তাদের চিন্তা যে বাড়াবে তাতে সন্দেহ নেই ।
লালবাজার সূত্রে খবর, সোমবার এই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ এই ঘটনার সূত্রপাত কালীপুজোর দিন ৷ জানা গিয়েছে, নিউ মার্কেট থানার অন্তর্গত বন্ধু মহল ক্লাব এলাকায় মাছ, মাংস এবং কাঁচা সবজির দোকান রয়েছে ৷ ভোর থেকে সেখানে দূরদূরান্ত থেকে আসা মাছ, মাংস এবং কাঁচা সবজির ট্রাকগুলি ঢোকে ৷ কালীপুজোর দিন একটি মাংসের ট্রাককে রাস্তায় আটকে দেয় পুজো কমিটির সদস্যরা ৷ এরপর কালীপুজোর চাঁদা হিসেবে ট্রাকচালকের কাছ থেকে পাঁচ হাজার টাকা চায় তারা ৷ সেই চাঁদা দিতে অস্বীকার করেন ট্রাকচালক ৷
এরপর ট্রাকচালককে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকে পুজো কমিটির সদস্যরা ৷ এই খবর যায় মার্কেট ইউনিয়নের সদস্যদের কাছে ৷ তাঁরা তড়িঘড়ি স্থানীয় নিউ মার্কেট থানায় যোগাযোগ করেন ৷ ঘটনাস্থলে পৌঁছন নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা ৷ অভিযোগ, পুলিশের সামনেই ওই ট্রাকচালককে মারধর করে পুজো কমিটির সদস্যরা ৷ এরপর ঘটনাস্থলে আসেন নিউ মার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ ৷ তাঁর সঙ্গে বিশাল পুলিশবাহিনীও আসে ৷ তখন ওই ট্রাকচালককে ছেড়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুজো কমিটির সদস্যরা ৷
অভিযোগ, পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উলটে পুলিশের উপর চড়াও হন ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ ৷ তাঁদের মধ্যে ছিলেন মহিলারাও ৷ এমনকী নিউমার্কেট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ সহ তিনজন পুলিশ কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ পাশাপাশি আসেন ব়্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মীরাও ৷ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।