কলকাতা, 30 নভেম্বর: আগামী 3 ডিসেম্বর অর্থাৎ রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগ পরীক্ষা হতে চলেছে । তাই এই পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষার্থী এবং কর্মীদের সুবিধার জন্য ওইদিন নর্থ-সাউথ অর্থাৎ ব্লু লাইনে চারটি বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কতৃপক্ষ । দু'টি আপ লাইনে এবং দু'টি ডাউন লাইনে পরিষেবা দেবে ।
কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী রবিবার পরীক্ষার জন্য চালানো হবে চারটি বাড়তি পরিষেবা । এছাড়াও ওইদিন পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্লু লাইনে সকাল 7টা থেকে পরিষেবা চালু হবে। দুদিক থেকেই অর্থাৎ কবি সুভাষ এবং অন্য দিকে দক্ষিণেশ্বর থেকে প্রথম পরিষেবা দেওয়া হবে সকাল 7টার সময় । আর পরের গাড়িটি চালানো হবে সকাল 7.15 মিনিটে ।
প্রথম পরিষেবার পরে পরবর্তী পরিষেবা থাকছে সকাল 9টা র সময় । অর্থাৎ দুদিক থেকেই পরের মেট্রোটি ছাড়বে সকাল 9 টার সময় । সাধারণত রবিবার ছুটির দিন বলে সারাদিনে চলে 130টি পরিষেবা । তবে ওইদিন সারাদিনে চলবে 134টি পরিষেবা । মোট সংখ্যার মধ্যে 67টি আপ ও 67টি ডাউন ।
3 ডিসেম্বর নর্থ সাউথ লাইনের প্রথম বাড়তি পরিষেবার সময়:
কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টা র সময় ।
আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার জন্য প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময় ।