পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Metro in Durga Puja: পুজোয় ভিড় সামলাতে মেট্রোয় বাড়তি কাউন্টার, সারা রাত চলবে ট্রেন - পুজো

পুজোয় ভিড় সামাল দিতে থাকছে বাড়তি 180টি কাউন্টার ৷ মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য পুজোর দিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীতে নর্থ-সাউথ করিডোরে সারা রাত মেট্রো পরিষেবা সচল থাকবে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে মেট্রো পরিষেবা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 5:46 PM IST

কলকাতা, 14 অক্টোবর: পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে। উৎসবমুখর তথা আমোদ প্রেমী বাঙালিকে কি আর বাড়ির চার দেওয়ালের মধ্যে আটকে রাখা যাবে ? পুজোয় কেনাকাটার পর্ব তো চলছে জোরকদমে তারই মধ্যে শহরের প্রায় সবকটি নামকরা পুজোর প্রস্তুতিও প্রায় শেষের মুখে। তাই যাত্রী ভিড় সামাল দিতে পুজোর দিনগুলিতে মেট্রো স্টেশনে বাড়তি টিকিট কাউন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কতৃপক্ষ।

কারণ ইতিমধ্যেই মেট্রোরেলের তরফে ঘোষণা করা হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য পুজোর দিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীতে নর্থ-সাউথ করিডোরে সারা রাত মেট্রো পরিষেবা সচল থাকবে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে মেট্রো পরিষেবা। এছাড়াও পুজোর দিনগুলোতে রাস্তায় দর্শনার্থীদের মণ্ডপ ঘুরে দেখার সুবিধা করে দিতে এবং ট্রাফিক ঠিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দুপুরের পর থেকে বন্ধ করে দেওয়া হয় অটো পরিষেবা। বহু রাস্তায় বাস চলাচলও কার্যত বন্ধ করে দেওয়া হয় ৷ তাই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে এক মাত্র ভরসা সেই মেট্রো। তাই স্বাভাবিকভাবেই সকাল থেকেই মেট্রোয় যাত্রীদের ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে য়াওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ও বাড়ছে পাল্লা দিয়ে।

তাই স্বাভাবিকভাবেই এই দুটি রুটে বাড়তি যাত্রী ভিড়ের আশঙ্কা রয়েছে। তাই যাতে যাত্রীদের টিকিট কাউন্টারে বেশিক্ষণ অপেক্ষা করতে না হয় এবং টিকিট কাটার জন্য হুড়োহুড়ি করতে না হয় তাই খোলা হবে স্বাভাবিকের থেকে বেশি কাউন্টার। এর পাশাপাশি যাত্রী ভিড় সামাল দিতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থাকবে বাড়তি মেট্রো কর্মী এবং নিরাপত্তা ব্যবস্থাও।

মেট্রোর তরফে জানানো হয়েছে, নর্থ-সাউথ করিডরে যে স্টেশনগুলিতে ভিড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই সব স্টেশনগুলোতেই বাড়তি কাউন্টার খোলা হবে। সেই সব স্টেশন হল দক্ষিণেশ্বর, দমদম, শোভাবাজার-সুতানটি, কালীঘাট, রবীন্দ্র সরোবর এবং গীতাঞ্জলি স্টেশন। টোকেন এবং স্মার্ট কার্ডের চাহিদা যেহেতু পুজোর দিনগুলিতে বাড়বে তাই নর্থ-সাউথ করিডোরে 180টি বাড়তি কাউন্টার খোলা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন বৃদ্ধ

শুধু বাড়তি কাউন্টার থাকছে তাই নয়, এর পাশাপাশি 34টি অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনও থাকছে। এই মেশিনগুলো যাতে ব্যবহার করতে যাত্রীদের অসুবিধা না হয়, তাই এখানে মেট্রো কর্মীরা মোতায়ন থাকবেন যাত্রীদের সহায়তার জন্য। মেট্রো কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, কাউন্টারে মজুত রাখা হবে বাড়তি টোকেন ও স্মার্ট কার্ড। মেট্রোর পক্ষ থেকে সমস্ত যাত্রীকে আবেদন করা হচ্ছে যে তাঁরা যেন ভিড় এড়াতে স্মার্ট কার্ড ব্যবহার করেন। আর স্মার্ট কার্ড ব্যবহার করলে যে যাত্রীদের শুধু সময় বাঁচবে তাই নয় তারা রাইড ভেলুর ক্ষেত্রে 10 শতাংশ বোনাসও পেয়ে যাবেন।

ABOUT THE AUTHOR

...view details