নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: এবার আদানি গোষ্ঠীর বিরুদ্ধে 'সকপাপেট'-দের সাহায্যে উইকিপিডিয়ায় সংস্থার স্বপক্ষে পক্ষপাতিত্বে ভরা তথ্য আপলোড (Adani Group Create or Revised Articles) করার অভিযোগ উঠল ৷ তাও 40টি নিষিদ্ধ ‘অর্থের বিনিময়ে অঘোষিত এডিটর’-দের দিয়ে এই কাজ করানো হচ্ছে বলে অভিযোগ ৷ স্বয়ং উইকিপিডিয়া কর্তৃপক্ষের তরফে এই অভিযোগ করা হয়েছে ৷ আর সেই নিয়ে ফের একবার টুইটারে আদানি গোষ্ঠীকে নিশানা করলেন তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র ৷ কটাক্ষের সুরে তিনি বলেন,"আমি সবসময় ভাবতাম এরা ভক্তপাপেটস ৷"
উল্লেখ্য, উইকিপিডিয়াতে দাবি করা হয়েছে, গত 2 মাসে আদানি গোষ্ঠীকে নিয়ে যত নেতিবাচক কলাম সেখানে প্রকাশিত হয়েছে তার অধিকাংশের তথ্য বদল করে ইতিবাচক করা হয়েছে ৷ আর কোনও কোনও ক্ষেত্রে সেই সব কলামের পালটা কলাম পোস্ট করা হয়েছে ৷ আর এসব করা হচ্ছে 40টি ‘অঘোষিত এডিটর’-দের (Undeclared Paid Editors) মাধ্যমে ৷ যাদের উইকিপিডিয়া সকপাপেটস বা মোজা দিয়ে তৈরি পুতুল বলে অভিহিত করেছে ৷ তাদের ইশারায় নিয়ন্ত্রণ করা হয়েছে ।