কলকাতা , 14 এপ্রিল : কোরোনা ভাইরাসে আক্রান্ত টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানের বাবা । উল্টোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ।
সূত্রের খবর , গত রবিবার রাতে নুসরতের বাবাকে ওই বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় । হাসপাতালে ভরতি করানোর সময় তাঁর জ্বর ছিল । এদিকে , সোমবার ETV ভারতকে নুসরত জানিয়েছিলেন , তাঁর বাবার ডায়াবিটিস রয়েছে । তবে তিনি ইনসুলিন নিতেন না । বেসরকারি ওই হাসপাতালে তাঁর বাবাকে ইনসুলিন দেওয়া হয়েছে বলেও তিনি গতকাল জানিয়েছিলেন ।
কোরোনা আক্রান্ত নুসরত জাহানের বাবা
সূত্রের খবর অনুযায়ী রবিবার রাতে জ্বর থাকা অবস্থায় ওই অভিনেত্রী তথা সাংসদের বাবাকে উল্টোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ কোরোনা সংক্রান্ত উপসর্গ দেখে তাঁর সোয়াব পরীক্ষা করানো হয় ৷ সোমবার রাতে রিপোর্ট পজ়িটিভ আসে ৷
নুসরতের বাবার কিছু কোরোনা সংক্রান্ত উপসর্গ দেখে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বেসরকারি ওই হাসপাতালে কোরোনা নির্ণয়ের জন্য নমুনা পরীক্ষার ব্যবস্থা চালু রয়েছে । সোমবার রাতেই তাঁর রিপোর্ট আসে ৷ সূত্রের খবর, ওই রিপোর্টে জানা যায় তিনি কোরোনা পজ়িটিভ । সূত্রের খবর অনুযায়ী, নুসরতের বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । তিনি এখন ভালো আছেন ।
এই বিষয়ে নুসরত জাহানের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় । কিন্তু , যোগাযোগ করা সম্ভব হয়নি ।