পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rimjhim Mitra: সম্মানের সঙ্গে রাজনীতি করতে চাই, অভিষেকের ধরনা মঞ্চে দাঁড়িয়ে বললেন 'বিজেপি'র রিমঝিম - তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র

উনিশে বিজেপিতে নাম লিখিয়েছিলেন ৷ তৃণমূলে যোগ দিলেন ৷ কথা হচ্ছে অভিনেত্রী রিমঝিম মিত্রের ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চ থেকে রবিবার সন্ধ্যায় তৃণমূলে যোগ দিলেন তিনি ৷ কেন বিজেপি ছাড়লেন অভিনেত্রী ?

Etv Bharat
ধরনা মঞ্চে রিমঝিম মিত্র

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 10:03 PM IST

কলকাতা, 8 অক্টোবর: তৃণমূলের ধর্ম মঞ্চে যোগ দিলেন চলচ্চিত্র অভিনেত্রী রিমঝিম মিত্র। 100 দিনের কাজের কর্মীদের দাবি আদায়ের প্রতিবাদে রাজভবনের টানা ধরনা অবস্থানের কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এই কর্মসূচির মঞ্চেই যোগ দিলেন এই অভিনেত্রী। এদিন সন্ধেবেলা সরাসরি তৃণমূলের মঞ্চে পৌঁছে যান বিজেপি'র রিমঝিম।

এদিন ধরনা মঞ্চে তাঁর আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আনুষ্ঠানিকভাবে তার উপস্থিতির কথা ধরনা মঞ্চেই ঘোষণা করেন দেবাংশু ভট্টাচার্য। তারপর এই মঞ্চ থেকেই বিজেপিকে আক্রমণ করেন চার বছর আগে পদ্মফুলে নাম লেখানো এই বাঙালি অভিনেত্রী। একুশের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে নাম লিখিয়েছিলেন রিমঝিম। তাই তার এদিন ধরনা মঞ্চে থাকা যথেষ্টই বড় চমক। তৃণমূলে মঞ্চে আসা নিয়ে রিমঝিম বলেন, "উপযুক্ত সম্মান না-পাওয়ায় অনেকে বিজেপি ছেড়ে গিয়েছেন। টেকেন ফর গ্রান্টেড নেওয়ার ফল কী হতে পারে তা আমরা আগেই দেখেছি।"

রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন করছে, তবে কি টেকেন ফর গ্রান্টেড হওয়া থেকে বাঁচতেই তৃণমূলের মঞ্চে রিমঝিম ? এদিন রিমঝিম নিজের মুখেই জানান, বিজেপির কোনও মিছিল, কর্মসূচি নিয়ে তাঁর কাছে খবর থাকে না। দলের কোনও মিটিংয়ের ব‍্যাপারে কোনও কিছুই জানানো হয় না তাঁকে। তাই যেখানে সম্মান পাবেন সেখানেই রাজনীতি করতে চান।

2019 বিজেপিতে নাম লেখানো রিমঝিমের তৃণমূলের ধরনা মঞ্চে যোগদান যথেষ্টই বড় চমক । রিমঝিম বলেন, "উপযুক্ত সম্মান না-পাওয়ায় অনেকে বিজেপি ছেড়ে গিয়েছেন । টেকেন ফর গ্রান্টেড নেওয়ার ফল কী হতে পারে তা আমরা আগেই দেখেছি ।" এদিকে 144 ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে সেখানে মঞ্চ বেঁধে ধরনা দিতে পারে তৃণমূল ৷ এই বিষয়টি নিয়ে জবাব তলব করে নবান্নে আজই চিঠি দিয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন: 144 ধারার মধ্যে মঞ্চ বেঁধে কীভাবে অভিষেকদের ধরনা ? মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের

ABOUT THE AUTHOR

...view details