পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Aindrila Sharma: আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্ট ঐন্দ্রিলার, পরিস্থিতি সংকটজনক - ঝুমুর

ঐন্দ্রিলা হাসপাতালে ভরতি ৷ নানাবিধ জটিলতা নিয়ে তিনি লড়ে চলেছেন ৷ এর মধ্যে বুধবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন (Aindrila Sharma Health Update) ৷ দু'বার ক্যানসার জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন অভিনেত্রী ৷

Aindrila Sharma
ETV Bharat

By

Published : Nov 16, 2022, 11:27 AM IST

Updated : Nov 16, 2022, 12:18 PM IST

কলকাতা, 16 নভেম্বর: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক পরিস্থিতির আচমকা অবনতি হল । সকাল 10টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ৷ এর আগে তিনি একাধিক জটিলতায় ভুগছেন । রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে । হাসপাতাল সূত্রে খবর, সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী । চিকিৎসকদের তৎপরতায় আপাতত সেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে ৷ তবে অভিনেত্রীর অবস্থা অতি সংকটজনক (Tele Artist Aindrila Sharma in very critical condition) ।

বুধবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টের পর অভিনেত্রীকে 'সিপিআর' দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে 2 নভেম্বর ঐন্দ্রিলার স্ট্রোক হয় ৷ তখন মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল, ঠিক তার বিপরীত দিকে রক্ত জমাট বাঁধছে ৷ যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে । কারণ আর অস্ত্রোপচার করা সম্ভব নয় ৷ তাই চিকিৎসকেরা ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করেছিলেন । তাঁর শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে । এরই মধ্যে বুধবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টে উদ্বিগ্ন চিকিৎসকেরা ৷

প্রসঙ্গত উল্লেখ্য, 2 নভেম্বর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার স্ট্রোক (Aindrila Sharma Stroke) হয় ৷ মাথায় রক্ত জমাট বাঁধে ৷ তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ তিনি কোমায় চলে গিয়েছিলেন ৷ সে সময় তাঁর বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী অভিনেত্রীকে নিয়ে অহেতুক নেতিবাচক খবর ছড়ানোর বিরুদ্ধে সোশাল মিডিয়া পোস্ট করেছিলেন ৷ এরপর তিনি আরেকটি পোস্ট করে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার আর্জি জানান ৷ এমনিতেই 'ঝুমুর' অভিনেত্রী দু-দু'বার ক্যানসার জয়ী হিসেবে পরিচিত ৷

আরও পড়ুন: ফের শারীরিক অবস্থার অবনতি ঐন্দ্রিলার, রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে

তিনি উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা করার সময় তাঁর বোনম্যারো ক্যানসার (Cancer) ধরা পড়ে ৷ দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন ৷ এরপর ফের 2021 সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে ৷ সেবারও একের পর এক কেমোথেরাপি নিয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন ৷ তাঁকে নিয়ে কলাম লিখতে শুরু করেছিলেন বন্ধু সব্যসাচী ৷

এরপর ফের 2022-এর নভেম্বরে তাঁর স্ট্রোক হয় ৷ 2017 সালে 'ঝুমুর' সিরিয়ালে তাঁর হাতেখড়ি ৷ এরপর 'জীবন জ্যোতি', 'মহাপীঠ তারাপীঠ', 'জিয়ন কাঠি'তে অভিনয় করে জনপ্রিয় হন ঐন্দ্রিলা শর্মা ৷ অনেকেই দূর থেকে সাহস জুগিয়েছেন সব্যসাচীকে ৷ শুধু সেলিব্রেটিরাই নয়, ঐন্দ্রিলা যাতে ফের জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারেন, তার জন্য প্রার্থনা করছে তাঁর শ'য়ে শ'য়ে ভক্ত ।

আরও পড়ুন:ফের ক্যানসারকে হারালেন অভিনেত্রী, শিগগিরই ফিরছেন ক্যামেরার সামনে

Last Updated : Nov 16, 2022, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details