কলকাতা, 15 ফেব্রুয়ারি : গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে গেলেন সাংসদ-অভিনেতা দেব (MP Dev at Nizam Palace for CBI questioning) ৷ সোমবার বেলা 11টা নাগাদ সিবিআই সদর দফতরে হাজির হন তিনি ৷
দেবের বিরুদ্ধে অভিযোগ, গরুপাচার কাণ্ডের মূল চক্রী এনামুল হকের থেকে দামি ঘড়ি উপহার নিয়েছিলেন ৷ যদিও তৃণমূল শিবিরের অভিযোগ, ভোটে হেরে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে একের পর এক তৃণমূল নেতাদের তলব করছে সিবিআই ৷ তবে বিভিন্ন অছিলায় সিবিআইয়ের ডাক এড়ানোই যেখানে দস্তুর সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নির্ধারিত দিনে প্রথম ডাকেই হাজির হলেন ঘাটালের তৃণমূল সাংসদ ৷
সোমবার সকাল 10:50 এ কলকাতার নিজাম প্যালেসে একটি সাদা রংয়ের গাড়িতে চেপে আসেন অভিনেতা তথা সাংসদ দেব । সরাসরি তিনি চলে যান সিবিআইয়ের চারতলার দুর্নীতি দমন শাখার অফিসে । সিবিআই সূত্রে খবর, রাজ্যে গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে একাধিক সাক্ষ্য-প্রমাণ এবং বিভিন্ন নথিপত্র ঘেঁটে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন একাধিক ব্যবসায়ীর নাম । সেই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতেই উঠে আসে অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী তথা দেবের নাম । ফলে তদন্তের জন্য দেবকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে গোয়েন্দাদের কাছে । তাই জন্যই এদিন দেবকে হাজিরার জন্য ডেকে পাঠায় সিবিআই ।