পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Biplab Chatterjee on CPIM: বাংলাকে বাঁচাতে পারে একমাত্র সিপিআইএম, দাবি অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের - Actor Biplab Chatterjee

বাংলা সিনে জগৎ তাঁকে ব্রাত্য করেছে বলে অভিযোগ ৷ তবে কাজ করতে চান এককালের টলিউডের জনপ্রিয় 'ভিলেন' বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee) ৷ বামপন্থী হওয়ায় তিনি আর কাজ পাচ্ছেন না বলে মনে করছেন অনেকে ৷ সিপিআইএম'ই বাংলাকে বাঁচাতে পারে বলে এ দিন নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে এসে দাবি করলেন অভিনেতা ৷

Biplab Chatterjee
বিপ্লব চট্টোপাধ্যায়

By

Published : Feb 9, 2023, 10:40 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: আশির দশকের বাংলা সিনেমার অন্যতম 'ভিলেন' বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee) । প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, চিরঞ্জিতের মতো একাধিক অভিনেতার সিনেমায় তাঁকে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে ৷ একের পর এক অসাধারণ চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন তিনি ৷ আর এরকমভাবেই নয় নয় করে তিনি অভিনয় জগতে কাটিয়েছেন প্রায় 53টি বছর । কিন্তু এখন শেষ বয়সে এসে তিনি কাজ পাচ্ছেন না । এমনটাই অভিযোগ করেছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় নিজেই ৷

অনেকের ধারণা তিনি বামপন্থী হওয়ার কারণে কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন । শুধু তাই নয়, বর্তমানে রাজ্যের যে সার্বিক অবস্থা তাতে ক্ষুব্ধ অভিনেতা । তাঁর মতে বাংলাকে বাঁচাতে পারে একমাত্র সিপিআইএম । বুধবার কলকাতা প্রেসক্লাবে 'আমি বিপ্লব' শীর্ষক এক বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে বিপ্লব চট্টোপাধ্যায় এই দাবি করেছেন । এ দিন তাঁকে জিজ্ঞাসা করা হয় বর্তমান সময়ে সিপিএম দল সম্পর্কে তিনি কী মনে করেন? সঙ্গে সঙ্গেই তিনি বলেন, "বাংলাকে বাঁচাতে পারে একমাত্র সিপিআইএম । আর কারও ক্ষমতা নেই বাঁচানোর ।"

এরপরেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন "একটা গল্প আছে । যদি সময় দেন বলি ।" বিপ্লবের আহ্বান-এর সম্মতি জানান সাংবাদিকরা। তখনই তিনি রাজ্যের বর্তমান অবস্থার ব্যাখ্যা দেন গল্পের আকারে । বলেন, "এখন আমরা সবাই খাচ্ছি-দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি । সবকিছুই দেখছি, বুঝতে পারছি । কিন্তু কেউ কিছুটি করছি না । আমরা সবাই অন্ধ ।" টলিউডে রাজনৈতিক রং বদলের ফলে বহু অভিনেতা অভিনেত্রী কাজ না পাওয়া বা বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ প্রায়শই শোনা যায় । এ বিষয়ে কিছু মন্তব্য করতে না চেয়েও বিপ্লব বলেন, " এখন উদয়ন পণ্ডিতের মত লোকজনের প্রয়োজন । যিনি বলবেন দড়ি ধরে মারো টান রাজা হোক খান খান ।"

বই প্রকাশের পাশাপাশি বর্তমান সময়ে কাজের সুযোগ না পাওয়ার আক্ষেপও শোনা যায় বিপ্লব চট্টোপাধ্যায়ের মুখে । তিনি এখনও কাজ চালিয়ে যেতে চান বলে জানান । বিপ্লব চট্টোপাধ্যায় আক্ষেপ শুনে পাশে বসে শুভাশিস মুখোপাধ্যায় বলেন, "আমি জানি না কেন বিপ্লবদাকে কাজ দেওয়া হচ্ছে না ৷ আমি সকল পরিচালকদের উদ্দেশ্যে বলতে চাই বিপ্লবদাকে কাজ দিন।" অন্যদিকে বিপ্লব চট্টোপাধ্যায়ের এককালের সহকর্মী টলিউডের বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আর্টিস্ট ফোরামে যেখানে আমরা বসতাম সেখানে একটা সময় খুব খারাপ অবস্থা ছিল । জল পড়ত, সিমেন্ট খসে পড়ত । সেই জায়গা সংস্কার করার জন্যও সেই বিপ্লবদাকেই বলতাম । তাঁর একটা অনুরোধেই এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যেত ।"

আরও পড়ুন:আর্টিস্ট ফোরামের ছাদ থেকে জল পড়লে বিপ্লবদাকেই বলতাম: প্রসেনজিৎ

ABOUT THE AUTHOR

...view details