পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Aindrila Sharma: অবস্থার উন্নতি নয়, এখনও ভেন্টিলেশনেই অভিনেত্রী ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা 5 । যা সাধারণ মানুষের থাকে 15 । এখনও 100 শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন তরুণ এই অভিনেত্রী ৷ চলছে অ্যান্টিবায়োটিক । তবে তাঁর সুস্থতার আশায় দিন গুনছেন পরিবার থেকে অনুরাগীরা ৷

Aindrila Sharma
Aindrila Sharma

By

Published : Nov 19, 2022, 6:24 PM IST

কলকাতা, 19 নভেম্বর: কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা? শুক্রবার রাতে তার বন্ধু সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আস্তে আস্তে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছেন অভিনেত্রী (Actor Aindrila Sharma) । তবে শনিবার হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, এখনও 100 শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন তরুণ এই অভিনেত্রী । তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে । এছাড়াও চলছে অ্যান্টিবায়োটিক ।

ঐন্দ্রিলার শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা 5 । ফলে এখনও তিনি কোমাচ্ছন্ন । ব্রেনস্ট্রোক হওয়ার পর ক্রমেই জটিল হয়ে গিয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলার শর্মার শারীরিক অবস্থা । এমনকী কিছুদিন আগে তাঁর কার্ডিয়াক অ্যারিস্ট হয় ৷ যার ফলে আরও চিন্তিত হয়ে পড়েন চিকিৎসকরা ।

তবে শুক্রবার হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছিল, গত দু'দিনের থেকে এদিন একটু উন্নতি হয়েছিল ঐন্দ্রিলার শারীরিক অবস্থার । এর পাশাপাশি শুক্রবার থেকে ছড়িয়ে পড়ে আরও একটি খবর । বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলা শর্মার কত টাকা বিল হয়েছে? এমনকী সেই বিলের দায়িত্ব নাকি নিজের কাঁধে তুলে নিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh) !

আরও পড়ুন:গত দু'দিনের তুলনায় একটু ভালো, ঐন্দ্রিলার সুস্থতার আশায় বুক বাঁধছেন অনুরাগীরা

সেই নিয়ে দেখা গিয়েছিল বিভিন্ন পোস্ট । তারপরেই তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) সোশ্যাল মিডিয়ায় পোস্টের সাহায্যে সেসব প্রশ্নের উত্তর দেন । এমনকী পাশাপাশি তিনি জানিয়ে দেন অভিনেত্রীর শারীরিক অবস্থাও । সেখানে তিনি জানিয়েছেন, ক্রমে উন্নতির পর্যায়ে ঐন্দ্রিলা ৷ মাঝে মধ্যে হাতও নাড়ছেন তিনি । তবে এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না হাসপাতাল ও চিকিৎসক । কারণ এখনও ঐন্দ্রিলার গ্লাসগো কমা স্কেলের মান 5 ৷ যা সাধারণ মানুষের থাকে 15 । তবে তাঁর সুস্থতার আশায় দিন গুনছেন পরিবার থেকে অনুরাগীরা ৷

আরও পড়ুন:ঐন্দ্রিলার চিকিৎসার খরচ নিয়ে লেখালিখি বন্ধ করার অনুরোধ সব্যসাচীর

ABOUT THE AUTHOR

...view details