কলকাতা, 29 জুন: পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে তপ্ত রাজ্য । শাসক বিরোধী দুই যুযুধান পক্ষের প্রচারে চলছে জোর টক্করে । বিগত পাঁচ বছর যাবত কী কী উন্নয়ন হয়েছে, ভোটদাতাদের কাছে তুলে ধরছে তৃণমূল । আর কী কী প্রতিশ্রুতি দিয়ে রাখেনি শাসকদল, সেটা তুলে ধরছে বিরোধীরা । এসবের মধ্যে অন্যবারের মতই ব্রাত্য থাকছে পরিবেশ ইস্যু । এবার তাই পরিবেশ কর্মীদের সংগঠনের তরফে পঞ্চায়েত ভোটে প্রকাশিত হল পরিবেশ ইস্তেহার । সেই ইস্তেহার তুলে দেওয়া হবে বিভিন্ন জেলার গ্রামের ভোটদাতাদের হাতে । শুধু তাই নয়, ভোটদাতাদের পাশাপাশি দেওয়া হবে সব রাজনৈতিক দলের ভোট প্রার্থীদের হাতেও ।
জানা গিয়েছে, রাজ্যজুড়ে প্রচার সভা সমাবেশ করবেন পরিবেশ কর্মীরা । তাঁদের লক্ষ্য, উন্নততর পরিবেশ এবং পঞ্চায়েত ভোটে পরিবেশ ইস্যু সামনে আসুক । সেই উদ্দেশ্যে 6 পাতার ইস্তেহার তৈরি করেছেন পরিবেশ আন্দোলনকারীরা । তাতে প্রাধান্য দেওয়া হয়েছে, আবর্জনা ব্যবস্থাপনা, তরল আবর্জনার পরিশোধন, আবহাওয়া পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলা, নদী জলাভূমি ও জলাশয় সংরক্ষণ, উপকূলের সুরক্ষা, ভূগর্ভস্থ জল সংরক্ষণ, বনাঞ্চল ও সবুজ রক্ষা, মাটির উপরিভাগ সুরক্ষিত করা, জীব বৈচিত্র্য সুরক্ষা, বাজি কারখানা দূষণ নিয়ন্ত্রণ, শিল্প দূষণ নিয়ন্ত্রণ, সবুজ প্রযুক্তি, জনস্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে রাসায়নিক দার কীটনাশক নিতে লাগাম লাগানো, পাহাড়ের পরিবেশ রক্ষা । এই বিষয়গুলির উপরেই পরিবেশ কর্মীরা বেশি জোর দিয়েছেন ।