কলকাতা, 1 মে:কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ মামলা বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ফেরত পাঠাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ । কারণ ডিভিশন বেঞ্চের বক্তব্য, মা এই বিষয়ে বেশি ওয়াকিবহাল । তিনি আলাদা মামলা করেছেন বিচারপতি মান্থার বেঞ্চে । জনস্বার্থ মামলাটি সেই জন্য নিষ্পত্তি করে দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি । এই মামলা সংক্রান্ত যা কিছু নথি বা তথ্য মামলাকারীদের কাছে রয়েছে, তা সিঙ্গল বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
27 এপ্রিল কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশের রিপোর্ট তলব করেন বিচারপতি রাজাশেখর মান্থা । বিচারপতি মান্থা নির্দেশ দেন, মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে হবে পুলিশকে । ভিডিয়োগ্রাফি সংরক্ষণ করে রাখতে নির্দেশ দেন তিনি। প্রয়োজনে আদালত পরে সেসব দেখবে বলে বিচারপতি জানান। আরও জানানো হয়, দ্বিতীয় ময়নাতদন্তের আবেদন বিবেচনা এখনই করা হচ্ছে না। জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনকে মামলার কপি দিতে হবে পুলিশকে। মঙ্গলবার সেই মামলার পরবর্তী শুনানি। পরিবারের তরফে আদালতে অভিযোগ জানানো হয়, ময়নাতদন্ত করা হয়নি ৷ ভিডিয়োগ্রাফিও করা হয়নি । প্রথমে অভিযোগ গ্রহণ করা হচ্ছিল না । পুলিশ পরিবারের কাছ থেকে দেহ টেনে নিয়ে যায় । তাদেরকে অন্ধকারে রাখা হয়েছে বলে নাবালিকার পরিবার অভিযোগ করে ।