কলকাতা, 20 নভেম্বর: মৃদু পর্যায়ের কার্ডিয়াক অ্যারেস্ট ঐন্দ্রিলার ৷ শনিবার রাতে তাঁর ফের কার্ডিয়াক অ্যারিস্ট হয় । এরপর গভীর রাতে দশবার হৃদরোগে আক্রান্ত হন লড়াকু অভিনেত্রী ৷ তাঁকে ফের সিপিআর সাপোর্টে রাখা হয়েছে ৷ তবে যেহেতু ঐন্দ্রিলা ভেন্টিলেশনে রয়েছেন, তাই এই মাইল্ড অ্যার্টাকে খুব একটা সমস্যা হয়নি বলেই জানিয়েছেন চিকিৎসকেরা । আর এরই মধ্যে এখনও পর্যন্ত ফেসবুকে করা ঐন্দ্রিলাকে নিয়ে তাঁর সমস্ত পোস্ট মুছে দিয়েছেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী (Aindrila Sharma Health Update) ।
যদিও শনিবার সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ঐন্দ্রিলা এখনও একশো শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন । ওষুধ দিয়ে তাঁর রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে । সেভাবে তাঁর রক্তচাপ এখনও স্থিতিশীল রাখা হয়েছে । তাঁর জিসিএস কোমাস্কোর এখনও 5, অর্থাৎ গভীর কোমায় রয়েছেন তিনি ৷ ইতিমধ্যে কলকাতার নিউরোসায়েন্স এবং এসএসকেএম-এর স্নায়ুরোগ বিশেষজ্ঞরা দেখছেন ঐন্দ্রিলাকে ৷