কলকাতা, 28 অগাস্ট : খাগড়াগড় কাণ্ডে নিজেদের দোষ স্বীকার করে নিল 19 জন অভিযুক্ত । আজ বিশেষ NIA আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করে নেয় । তাদের দোষ স্বীকারের ভিডিয়োগ্রাফি করা হয় । 30 অগাস্ট এই মামলার সাজা ঘোষণা হতে পারে ।
2014 সালের 2 অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে মৃত্যু হয় দু'জনের । তারা JMB (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ)-র সদস্য ছিল । ঘটনার তদন্তভার যায় NIA-র হাতে । এই মামলায় এখনও পর্যন্ত 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে । চলতি মাসের শেষে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় জহিরুল শেখকে । আজ মামলার শুনানিতে 19 জন অভিযুক্তই নিজেদের দোষ স্বীকার করে নেয় ।