পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্ত প্রসূতিকে জোর করে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার অভিযোগ

রেলওয়ের হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , প্রসূতি মায়েদের ক্ষেত্রে কোরোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এখন প্রায়ই দেখা যাচ্ছে । এই প্রসূতির ক্ষেত্রে অন্য কোনও সমস্যা ছিল না । এই কারণে, এই প্রসূতির সম্মতি নিয়েই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

Corona
Corona

By

Published : Sep 14, 2020, 12:28 PM IST

কলকাতা , 14 সেপ্টেম্বর : প্রসবের পরে কোরোনা আক্রান্ত এক প্রসূতিকে হাসপাতাল থেকে জোর করে ছুটি দেওয়ার অভিযোগ উঠল একটি হাসপাতালের বিরুদ্ধে । যদিও, শেষ খবর পাওয়া পর্যন্ত রেলওয়ের এই হাসপাতালের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে, এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , গাইডলাইন অনুযায়ী এই প্রসূতিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।


শিয়ালদায় অবস্থিত এই রেলওয়ের হাসপাতালে জরুরি ভিত্তিতে 8 সেপ্টেম্বর এক অন্তঃসত্ত্বার সিজারিয়ান সেকশন করে এক কন‍্যাসন্তানের জন্ম দেওয়া হয় । জানা গিয়েছে , সিজারিয়ান সেকশনের আগে কোরোনা পরীক্ষার জন্য 7 সেপ্টেম্বর এই অন্তঃসত্ত্বার নমুনা সংগ্রহ করা হয়েছিল । কিন্তু, টেস্টের রিপোর্ট পাওয়ার আগেই জরুরি ভিত্তিতে তাঁর সিজ়ার করতে হয় । এদিকে, কোরোনা টেস্টের রিপোর্ট আসে 11 সেপ্টেম্বর । ওই রিপোর্টে জানা যায় যে , তিনি কোরোনায় আক্রান্ত ৷ এরপর থেকে প্রসূতিকে বন্ডে সই করিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে জোর করা হচ্ছিল বলে পরিজনদের তরফে অভিযোগ করা হয় । অবশেষে, 13 সেপ্টেম্বর হাসপাতাল থেকে শিশুকন‍্যা-সহ এই প্রসূতিকে বাড়ি নিয়ে যান পরিজনরা । জানা গিয়েছে, এই সদ‍্যোজাতের কোরোনা পরীক্ষা করা হয়নি ৷

এদিকে , এই ধরনের অভিযোগের বিষয়ে রেলওয়ের হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , প্রসূতি মায়েদের ক্ষেত্রে কোরোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এখন প্রায়ই দেখা যাচ্ছে । এই প্রসূতির ক্ষেত্রে অন্য কোনও সমস্যা ছিল না । এই কারণে, এই প্রসূতির সম্মতি নিয়েই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । এই বিষয়ে লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি । পাশাপাশি তারা জানায় , স্ট‍্যান্ডার্ড মেডিকেল প্রোটোকল অনুযায়ী এই প্রসূতিকে হোম আইসোলেশনে রাখতে বলা হয়েছে । এই সদ‍্যোজাত এবং প্রসূতিকে সঠিক প্রক্রিয়ায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

জানা গিয়েছে, এই প্রসূতির পরিজনদের বোঝানো হয়েছে, এইভাবে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যায় । এই প্রসূতি এবং সদ্যোজাতর এমন কোনও অসুবিধা নেই যে হাসপাতালে থাকতেই হবে । সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details