কলকাতা, 22 অগস্ট:ব়্যাগিং প্রতিটা জায়গাতেই হয় ৷ কেউ যদি ব়্যাগিং-এ মারা যায়, তাহলে সেটা তাঁর ব্যাপার ৷ এমনই যুক্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত দীপশেখর দত্তের বাবার ৷ তাঁর দাবি, তাঁর ছেলে নির্দোষ ৷
যাদবপুর কাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষের হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁদের আলিপুর আদালতে তোলা হয় ৷ তদন্তকারীদের সূত্রের খবর, এখনও পর্যন্ত এই তিনজনের কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর অজানা রয়ে গিয়েছে তদন্তকারীদের ৷ ফলে এই তিনজনকে ফের নিজেদের হেফাজতে চেয়ে আজ আবেদন জানাবে কলকাতা পুলিশ ।
এ দিন দীপশেখরের সঙ্গে আদালতে দেখা করতে গিয়েছিলেন তাঁর বাবা এবং মা । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপশেখরের বাবা বলেন, "আমার ছেলে নির্দোষ । ব়্যাগিং প্রতিটা জায়গায় হয় । এটা কি কোনও ভাবেই সরকার বা প্রশাসনের জানার কথা নয় ? পুলিশ পুলিশের কাজ করছে । আমরা আমাদের কাজ করব । কেউ যদি ব়্যাগিংয়ে মারা যান, তাহলে সেটা তাঁর ব্যাপার ।" দীপশেখরের মা-ও দাবি করেন যে, তাঁর ছেলে নির্দোষ ৷