পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death: ব়্যাগিং-এ যদি কেউ মারা যায় সেটা তাঁর ব্যাপার, বললেন ধৃত দীপশেখরের বাবা - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যু

Jadavpur Student Death Case: ব়্যাগিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যাদবপুর কাণ্ডে ধৃত দীপশেখর দত্তের বাবা ৷ তাঁর যুক্তি, প্রতিটা জায়গাতেই ব়্যাগিং হয় ৷ যদি ব়্যাগিং-এ কেউ মারা যায় সেটা তাঁর ব্যাপার ৷

JU Student Death
আদালতে পেশ যাদবপুর কাণ্ডে ধৃত তিনজনকে

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 5:35 PM IST

Updated : Aug 22, 2023, 5:51 PM IST

কলকাতা, 22 অগস্ট:ব়্যাগিং প্রতিটা জায়গাতেই হয় ৷ কেউ যদি ব়্যাগিং-এ মারা যায়, তাহলে সেটা তাঁর ব্যাপার ৷ এমনই যুক্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত দীপশেখর দত্তের বাবার ৷ তাঁর দাবি, তাঁর ছেলে নির্দোষ ৷

যাদবপুর কাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষের হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁদের আলিপুর আদালতে তোলা হয় ৷ তদন্তকারীদের সূত্রের খবর, এখনও পর্যন্ত এই তিনজনের কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর অজানা রয়ে গিয়েছে তদন্তকারীদের ৷ ফলে এই তিনজনকে ফের নিজেদের হেফাজতে চেয়ে আজ আবেদন জানাবে কলকাতা পুলিশ ।

এ দিন দীপশেখরের সঙ্গে আদালতে দেখা করতে গিয়েছিলেন তাঁর বাবা এবং মা । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপশেখরের বাবা বলেন, "আমার ছেলে নির্দোষ । ব়্যাগিং প্রতিটা জায়গায় হয় । এটা কি কোনও ভাবেই সরকার বা প্রশাসনের জানার কথা নয় ? পুলিশ পুলিশের কাজ করছে । আমরা আমাদের কাজ করব । কেউ যদি ব়্যাগিংয়ে মারা যান, তাহলে সেটা তাঁর ব্যাপার ।" দীপশেখরের মা-ও দাবি করেন যে, তাঁর ছেলে নির্দোষ ৷

এই ঘটনায় মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে খুনের মামলা রুজু করা হয়েছে । কিন্তু ঘটনায় ব়্যাগিংয়ের প্রমাণ স্পষ্ট, ফলে পুলিশের তরফে আজ ব়্যাগিংয়ের ধারা প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে বলে লালবাজার সূত্রের খবর ।

আরও পড়ুন:যাদবপুরের ঘটনায় 100 শতাংশ দায়ী রাজ্যপাল, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া খুনের ঘটনায় ইতিমধ্যেই 13 জন ছাত্রকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । এই ঘটনায় সবার প্রথমে গ্রেফতার করা হয় হস্টেলের বাবা বলে পরিচিত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে । যদিও গত দিন সৌরভ কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে থাকাকালীন সাংবাদিকদের জানিয়েছিলেন যে, তাঁরা গরিব । ফলে তাঁদের ফাঁসানো হয়েছে । ব়্যাগিংয়ের কোনও গল্প নেই ।

যদিও ওইদিন দীপশেখরের বাবা সাংবাদিকদের প্রশ্নে যে উত্তর দিয়েছেন, তাতে একপ্রকার স্পষ্ট যে, ব়্যাগিংয়ের কথা এর আগেও দীপশেখর তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছিলেন ৷ জানা গিয়েছে, প্রয়োজনে দ্রুত দীপশেখরের বাবার সঙ্গে কথা বলতে চান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা ।

Last Updated : Aug 22, 2023, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details