পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegation of Molestation: চলন্ত বাসে বিমান বন্দরের কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার 1 - বিমান বন্দরের মহিলা গ্রাউন্ড স্টাফকে

চলন্ত বাসে বিমান বন্দরের মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বাস যাত্রী শেখ সন্তু।

Allegation of Molestation
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত শেখ সন্তু

By

Published : Apr 29, 2023, 8:12 AM IST

Updated : Apr 29, 2023, 8:55 AM IST

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক

বিধাননগর, 29 এপ্রিল: চলন্ত বাসে বিমান বন্দরের মহিলা গ্রাউন্ড স্টাফের শ্লীলতাহানির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে, বিধান নগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত শেখ সন্তুকে গ্রেফতার করেছে ৷ শুক্রবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরের এক মহিলা কর্মী বিধান নগর দক্ষিণ থানার দ্বারস্থ হন । তাঁর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা ছ'টা নাগাদ বারাসত থেকে সাঁতরাগাছি গামী একটি বেসরকারি বাসে ইকোপার্ক থেকে ওঠে মেটিয়াবুরুজ এলাকার ওই যুবক। সেই বাসেই উপস্থিত ছিলেন বিমানবন্দরে কর্মরত অভিযোগকারিণী মহিলা। কিছুটা যেতেই ওই যুবক চলন্ত বাসের মধ্যে তাঁকে নানা কটূক্তি করতে শুরু করে। প্রতিবাদ করলে শ্লীলতাহানিও করতে শুরু করে। এরপর বিষয়টা বাসের অন্যান্য যাত্রীদের জানানো হলে নিকোপার্কের সামনে ওই যুবককে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

এরপরই বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ জানান ওই মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, ওই যুবক ইকোপার্কে ঘুরতে এসেছিলেন ৷ বাড়ি ফেরার সময় ওই বাসে উঠে ওই মহিলাকে শ্লীলতাহানি করে। অভিযুক্তকে গতকাল বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় ৷ বিধাননগর মহকুমা আদালত অভিযুক্তকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ৷

আরও পড়ুন:দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন হেনস্থাকাণ্ডের ভিডিয়ো প্রকাশ

উল্লেখ্য,গত 21 এপ্রিল বেঙ্গালুরুতে পেশায় আর্কিটেক্ট এক তরুণী রাত 11টা নাগাদ অ্যাপের মাধ্যমে একটি বাইক বুক করেছিলেন। জানা গিয়েছিল, বাইক ওঠার কিছুক্ষণের মধ্যেই চালক তাঁর হাত থেকে মোবাইল কেড়ে নেয় অভিযুক্ত চালক দীপক রাও । তারপর ড্রপ লোকেশন বদলে অন্য রাস্তায় যেতে শুরু করে। ওই অবস্থাতেই ঘণ্টায় 60 কিলোমিটার বেগে গাড়ি ছোটাতে থাকে সে। শুধু তাই নয়, বাইক চালাতে চালাতেই তাঁর শরীর স্পর্শ করছিল ওই চালক। আতঙ্কে চলন্ত মোটরবাইক থেকে লাফ দেন তরুণী! সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছেিল ৷ যা দেখে শিউরে উঠেছিলেন নেটিজেনরা।

Last Updated : Apr 29, 2023, 8:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details