কলকাতা, 8 সেপ্টেম্বর: এখনও পর্যন্ত অধরা আনন্দপুরের শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত। যদিও লালবাজারের তরফে তাঁকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ তৎপরতা শুরু হয়েছে । মামলার তদন্তে আনন্দপুর থানাকে সাহায্য করছে গোয়েন্দা বিভাগ । তৎপর হয়েছেন লালবাজারের এক শীর্ষকর্তা । সেই সূত্রে মনে করা হচ্ছে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে অভিষেক পাণ্ডেকে।
আনন্দপুরের ঘটনায় পুলিশের দিকে উঠেছে অভিযোগের আঙুল । অভিযোগ, ঘটনার দিন রাতে গাড়িটি চিহ্নিত করার বিষয়ে তেমন তৎপর ছিল না পুলিশ । সেই রাতেই তৎপর থাকলে ঘটনার জল এতদুর পর্যন্ত গড়াত না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । যদিও এক তদন্তকারী অফিসার জানাচ্ছেন, সেদিন নির্যাতিতা যুবতির কথা পুরোপুরি বিশ্বাস করার ফল ভুগতে হচ্ছে । নির্যাতিতা সেদিন অনেক কিছু লুকিয়ে গিয়েছিলেন পুলিশকে । এখনও পর্যন্ত যা তথ্য পুলিশের হাতে এসেছে তাতে, অভিযুক্তের বিষয়ে অনেক কিছুই জানতেন নির্যাতিতা । কারণ, অভিযুক্তের মাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ওই যুবতির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল অভিষেকের । এমনকী নির্যাতিতার বাড়িতেও যাতায়াত ছিল তাঁর । নির্যাতিতা অভিষেকের নাম পর্যন্ত জানতেন । জানতেন তাঁর পরিচয় । এমনকী গাড়ির নম্বরটিও জানতেন । সেটি তিনি লুকিয়ে গিয়েছিলেন পুলিশকে । প্রথমেই যদি সত্যিকারের পরিচয় তিনি পুলিশের কাছে দিয়ে দিতেন তবে, এতক্ষণে হয়ত ধরা পড়ে যেতেন অভিযুক্ত । কারণ পুলিশ জানতে পেরেছে গত রাত পর্যন্ত তিনি শহরেই ছিলেন । গা ঢাকা দিয়েছিলেন একটি হোটেলে । গতরাতে তিনি শহর ছেড়েছেন বলে এখনও পর্যন্ত খবর।