কলকাতা, 24 অগাস্ট : বাসের সঙ্গে পণ্যবোঝাই গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন সিভিক ভলান্টিয়ার ৷ নাম অমিত দাস ৷ তড়িঘড়ি তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনাটি ব্রেসব্রিজের হাইড রোড ক্রসিংয়ের কাছে ঘটেছে ৷
ব্রেসব্রিজে বাস ও পণ্যবোঝাই গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত সিভিক ভলান্টিয়ার - গুরুতর আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ার অমিত দাস
আজ সকাল 7টা 15 মিনিট নাগাদ 12c/1 রুটের বাসটিকে ধাক্কা মারে একটি টাটা 1109 মডেলের পণ্যবোঝাই গাড়ি । দুর্ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী চোট পেয়েছেন । তবে গুরুতর আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ার অমিত দাস।
আজ সকাল 7টা 15 মিনিট নাগাদ 12c/1 রুটের বাসটিকে ধাক্কা মারে একটি টাটা 1109 মডেলের পণ্যবোঝাই গাড়ি । দুর্ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী চোট পেয়েছেন । তবে গুরুতর আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ার অমিত । তিনি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটি করেন । তাঁর বাড়ি শিবরামপুর থেকে ডিউটিতে আসছিলেন । ছিলেন তারাতলাগামী বাসটিতে ।
বর্তমানে তিনি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেই চিকিৎসাধীন অমিত । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় তারাতলা থানার পুলিশ ৷ বাস এবং পণ্যবোঝাই গাড়ি, দুটিকেই আটক করা হয়েছে ।