কলকাতা, 25 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেইন হস্টেলে এক নাবালক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে শুক্রবার দুপুরে একদিকে যেমন পথে নামে বিজেপির যুব মোর্চা অন্যদিকে, এই একই ইস্যুতে এদিন পথে নামে আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । সংগঠনটির তরফে যাদবপুরকাণ্ডকে সামনে রেখে গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল এবিভিপি-এর ৷ তবে অনুমতি না-থাকায় এদিন মাঝপথেই পুলিশ আটকে দেয় এবিভিপি-এর মিছিল ৷ আটকও করা হয় সংগঠনটির বেশ কয়েকজন সদস্যকে ৷ এর জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক যাজ্ঞবল্ক্য শুক্লা এবং রাষ্ট্রীয় সম্পাদক বিরাজ বিশ্বাস । যাদবপুর বাঁচাও অভিযান এই স্লোগানকে সামনে রেখেই এদিন এই কর্মসূচি নেয় এবিভিপি ৷ এদিন বেলা 1 টা'র সময় গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে জমায়েত করতে শুরু করেন সংগঠনটির সদস্যরা ৷ তবে পুলিশের তরফে তাদের বাধা দেওয়া হলে সংগঠকরা জমায়েতস্থল পরিবর্তন করেন । তাই মিছিল শুরু হয় বেলা 2 টো নাগাদ ।