কলকাতা, 23 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে 'যাদবপুর চলো' কর্মসূচির ডাক দিল ABVP । আজ বেলা 11টা থেকে শুরু হয়েছে জমায়েত ৷ দুপুর 1টা নাগাদ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত হবে মিছিল ৷ এরপর যাদবপুর ক্যাম্পাসের বাইরে 8B বাসস্ট্যান্ডে একটি পথসভাও করবে তারা ।
আজ এই মিছিলে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ৷ এছাড়াও উপস্থিত থাকবেন BJP-র শীর্ষ নেতারা । ইতিমধ্যে মিছিলের জন্য গতরাতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে পৌঁছেছেন ABVP-র সদস্যরা ।