কলকাতা, 3 অগাস্ট : তৃণমূল কাউন্সিলরকে 'ডাকাত কাউন্সিলর' বলে আক্রমণ ওয়ার্ড সভাপতির । গতকাল এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্টও করেন তিনি । যা নিয়ে শোরগোল শুরু হয়েছে দলের অন্দরেই । যদিও মেয়র ফিরহাদ হাকিম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন । তিনি বলেন, "আমাদের কোনও কাউন্সিলর কাটমানি খান না ।"
কলকাতা পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপ্না দাস । ওই ওয়ার্ডেরই সভাপতি পার্থ বসু । তিনিই আবার সোনালি গুহর স্বামী ৷ ওয়ার্ডে প্রভাবও রয়েছে যথেষ্ট ৷ বেশ কিছুদিন ধরে তাঁদের সদ্ভাব ছিল না । এরপর পার্থবাবু কাল একটি ফেসবুক পোস্ট করেন । লেখেন, 'আমি আর ডাকাত পৌরমাতার সঙ্গে নেই ।' যা নিয়ে গুঞ্জন শুরু হয়, তাহলে কি BJP-তে যাচ্ছেন ওয়ার্ড সভাপতি ? তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন ইটিভি ভারতের প্রতিনিধি । পার্থবাবু অবশ্য বলেন, "আমি সত্যিটা তুলে ধরেছি । BJP-তে যাওয়ার প্রশ্ন নেই ।" তাহলে স্বপ্নার বিরুদ্ধে পোস্ট কেন ? পার্থবাবুর জবাব, "স্বপ্না দাসের ভয়ে আতঙ্কিত এলাকার মানুষ । এলাকায় যে কোনওরকম কাজের জন্যই মোটা অঙ্কের অর্থ দিতে হয় তাঁকে । এলাকার ছোটো-বড় দোকানদারদের থেকে নিয়মিত অর্থ নেন ।"