কলকাতা, 6 মার্চ:রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) যাতে অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ৷ মোট পাঁচ দফা দাবি সামনে রেখে আদালতে একটি জনস্বার্থ মামলা রুজু করছেন তিনি (Abu Hasem Khan Choudhury files PIL) ৷ সোমবার সকাল থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ আদালত সূত্রের খবর, এদিনের মধ্যেই সাংসদের মামলা রুজু হয়ে যাবে ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলাটি রুজু করা হচ্ছে ৷ সবকিছু ঠিকঠাক এগোলে আগামী শুক্রবার এই মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হতে পারে ৷
সংশ্লিষ্ট মামলায় মোট পাঁচটি বিষয় তুলে ধরছেন কংগ্রেস সাংসদ ৷ এগুলি হল- 1) অনলাইনে মনোনয়ন পেশের বন্দোবস্ত, 2) মনোনয়ন পেশের পর থেকেই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ, 3) কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট, 4) সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি এবং 5) মোট 6 দফায় নির্বাচন ৷