পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রায় সাড়ে 5 লাখ আবেদন আমফান ক্ষতিগ্রস্তদের - victims of amphan were submitted for second times

দ্বিতীয় দফায় আমফানের ক্ষতিগ্রস্তদের আবেদন জমা পড়ল । প্রায় সাড়ে 5 লাখ আবেদন জমা পড়ল নবান্ন । বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা হবে তা জানিয়েছে নবান্ন সূত্রের খবর ।

about-5-lakh-applications-were-submitted
আমফানের ক্ষতিগ্রস্তদের আবেদন

By

Published : Aug 11, 2020, 9:17 AM IST

কলকাতা, 11 অগাস্ট : ঘূর্ণিঝড় আমফানে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর-সহ আরও কয়েকটি জেলায় ক্ষতির পরিমাণ অধিক । জেলাগুলির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আর্থিক সহযোগীতার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । ইতিমধ্যে দ্বিতীয় দফায় আবেদন জমা পড়েছে । রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে বলে নবান্ন সূত্রের খবর । মোট 5 লাখ 60 হাজার আবেদন জমা পড়েছে জেলাগুলি থেকে । এই বিপুল সংখ্যক আবেদনে রীতিমতো স্তম্ভিত রাজ্য প্রশাসনিক কর্তারা । তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করতে জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে ।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আমফানে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের প্রত্যেককে 20হাজার াটাকা করে দেওয়া হবে । এছাড়া যাঁর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের 5 হাজার টাকা দেওয়া হবে । সেই মতো ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে । ইতিমধ্যে প্রথম দফায় 14 লাখ 82 হাজার ক্ষতিগ্রস্ত আর্থিক সাহায্য পেয়েছেন ।

এই আর্থিক সহযোগীতা থেকে যারা বাদ পড়েছেন তাদের জন্য দ্বিতীয়বার আবেদন জমা দেওয়ার নির্দেশিকা প্রকাশিত হয়েছিল নবান্নের তরফ থেকে । 6 ও 7 অগাস্ট SDO এবং BDO অফিসে লাইন দিয়ে আবেদন জমা দিয়েছেন জেলার ক্ষতিগ্রস্তরা । দ্বিতীয় দফায় আবেদন জমা পড়েছে 5 লাখ 60 হাজার । উত্তর 24 পরগনা থেকে 1 লাখ 17 হাজার, দক্ষিণ 24 পরগনা থেকে 1 লাখ 47 হাজার, পূর্ব মেদিনীপুর জেলা থেকে 2 লাখ 7 হাজার আবেদন জমা পড়েছে । এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলি থেকেও রয়েছে বহু আবেদনকারী । দ্বিতীয় দফায় ক্ষতিপূরণ প্রাপকদের চূড়ান্ত তালিকা 14 অগাস্টে প্রকাশিত হবে । তা প্রতিটি জেলার জেলাশাসক বিভাগ, BDO অফিস ও পৌর অফিসে প্রকাশ করবে বলে জানিয়েছে নবান্ন ।

ABOUT THE AUTHOR

...view details