কলকাতা, 16 জুলাই : এবার বদল হল জলপাইগুড়ির পুলিশ সুপার। জেলার নতুন পুলিশ সুপার হলেন প্রদীপ যাদব। যাদবপুর ডিভিশনের ডেপুটি কমিশনার ছিলেন তিনি । জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদিকে বদলি করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে।
গত বছর জুন মাসে একসঙ্গে তিনটি জেলার পুলিশ সুপার পদে বদল হয়। সুন্দরবনের পুলিশ সুপার হন বৈভব তিওয়ারি, কোচবিহারের পুলিশ সুপার হন নিম্বালকার সন্তোষ আর জলপাইগুড়ির পুলিশ সুপার হন অভিষেক মোদি। সেই থেকে এক বছরেরও বেশি সময় জলপাইগুড়ির পুলিশ সুপার পদে ছিলেন অভিষেক মোদি। এবার তাঁকে নিয়ে আসা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আর্মড পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার হিসেবে।
জলপাইগুড়ির পুলিশ সুপার বদল - জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ যাদব
জলপাইগুড়ির পুলিশ সুপার পদে ছিলেন অভিষেক মোদি। এবার তাঁকে নিয়ে আসা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আর্মড পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার পদে।
jalpaiguri
অন্যদিকে, প্রদীপ যাদব একটা সময় ছিলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের DC। দক্ষতার সঙ্গেই সেই কাজ সামলান তিনি। দক্ষ ক্রাইম অফিসার হিসেবে তার পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি কলকাতা পুলিশের যাদবপুর ডিভিশনের DC হিসেবে কাজ করছিলেন। তাকে দেওয়া হল জলপাইগুড়ির নতুন পুলিশ সুপারের দায়িত্ব। কলকাতা পুলিশের যাদবপুর ডিভিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গার DC আগামী দিনে কে হবেন সেটি অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।