পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Watching TMC's 21 July Live: শহিদ দিবসের লাইভ দেখছিলেন শুভেন্দু ! জবাব চাইলেন অভিষেক - শহিদ দিবসের লাইভ দেখছিলেন শুভেন্দু

তৃণমূলের শহিদ স্মরণে লাখ-লাখ মানুষের ভিড়। আগামিদিনে দলনেত্রীর বার্তা শুনতে জমায়েত হয়েছিলেন বহু মানুষ। তবে যাঁরা আস্তে পারেননি তাঁদের জন্য তৃণমূলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ছিল লাইভ। আর সেখানে ধরা পড়ল এক অনন্য ছবি। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ শহিদ দিবসের লাইভ দেখছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পরে গিয়েছে (Suvendu Watching TMC's 21 July Live Controversy)।

Suvendu Watching TMC's 21 July Live
লাইভ দেখছিলেন শুভেন্দু ! জবাব চাইলেন অভিষেক

By

Published : Jul 21, 2022, 10:16 PM IST

কলকাতা, 21 জুলাই: শহিদ সমাবেশের মঞ্চ থেকে আগামিদিনের জন্য কী বার্তা দিলেন দলনেত্রী তাই ছিল বৃহস্পতিবারের প্রধান লক্ষ্য। যে সকল মানুষ যেতে পারেননি সমাবেশে তাঁরাও সোশাল মিডিয়ার দৌলতে উপস্থিত ছিলেন সেখানে। তবে সেই লাইভ দেখছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! সেরকমই এক ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (Suvendu Watching TMC's 21 July Live Controversy) ৷

যেখানে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর অফিসিয়াল পেজ থেকে নজর রাখা হচ্ছে শহিদ দিবসের অনুষ্ঠান। এমনকী ওই অ্যাকাউন্টটির পাশে ব্লু টিকও রয়েছে ৷ অর্থাৎ প্রোফাইলটি ভেরিফায়েড। তাই নেটিজেনদের অনেকেরই দাবি, সত্যিই শুভেন্দু একুশের জনসমাবেশে নজর রেখেছিলেন। বর্তমানে শুভেন্দু অধিকারীর অন্যতম পরিচয় তিনি বিরোধী দলনেতা। 21 জুলাইয়ের সমাবেশকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করতেও দেখা গিয়েছে তাঁকে।

এই ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত

আরও পড়ুন :স্তব্ধ সিটি অফ জয় ! সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবারের একুশে, দাবি তৃণমূলের

বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে একটি ছবি প্রকাশ্যে আনা হয়। যেখানে বলা হয়েছে 2009 সালে বামেদের ব্রিগেডে ঠিক এরকম ভিড় হয়েছিল। তবে তার 2 বছরের মধ্যেই বামফ্রন্ট সরকারের পতন হয়েছে। তৃণমূলেরও সেও অবস্থাই হবে। এই বিষয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয় বলেন, "আমি দেখলাম শুভেন্দু অধিকারী নিজে লাইভ দেখছিলেন,আগে উনি সেটার উত্তর দিক।"

ABOUT THE AUTHOR

...view details