কলকাতা, 3 এপ্রিল: গত বুধবার শহিদ মিনারের মঞ্চ থেকে দিল্লিতে গিয়ে বাংলার হয়ে সরব হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেটাই তিনি কাজে করে দেখাতে চলেছেন ৷ তৃণমূল সূত্রে খবর, দলের সাংসদদের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তাঁর নেতৃত্বেই তৃণমূলের সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বাংলার দাবি আদায়ে সরব হবেন ৷
লোকসভার অধিবেশনে যোগ দিতে সোমবার সকালেই সংসদে পৌঁছান অভিষেক ৷ সকাল সাড়ে 11টা নাগাদ তিনি সেখানে যান ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলীয় সাংসদদের নিয়ে সেখানে একটি বৈঠকে বসেন । সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন । একই সঙ্গে এই বৈঠকে ঠিক হয়েছে আগামী 5 এপ্রিল, বুধবার অভিষেকের তরফ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হবে । ওইদিন অভিষেকের নেতৃত্বে তৃণমূলের সাংসদদের 10 সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করবে । সংশ্লিষ্ট মন্ত্রকের অধীনে থাকা প্রকল্পগুলির বরাদ্দ বাংলাকে দেওয়ার জন্য দাবি জানাবেন অভিষেকরা ৷
প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ গত সপ্তাহেই এই নিয়ে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন তিনি । পাশাপাশি গত 29 মার্চ শহিদ মিনারে তৃণমূল ছাত্র-যুবর সমাবেশ থেকেও কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ দিল্লি অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ সোমবার পূর্ব মেদিনীপুরে এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন ৷