পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rujira Banerjee: থাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন থেকে ভারতের নাগরিকত্ব পাওয়া, ইডির প্রশ্নের মুখে রুজিরা - অভিষেক বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টেরটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ গত সোমবার তাঁকে নোটিশ দেয় ইডি ৷ সেদিন বিমানবন্দরে তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া হয়েছিল ৷

Rujira Banerjee
Rujira Banerjee

By

Published : Jun 8, 2023, 3:38 PM IST

Updated : Jun 8, 2023, 6:36 PM IST

কলকাতা, 8 জুন: থাইল্যান্ড-সহ বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রশ্নের মুখোমুখি হতে হল রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ ইডি সূত্রে তেমনই খবর পাওয়া গিয়েছে৷ ওই সূত্র জানাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের থাইল্যান্ড-সহ বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে । থাইল্যান্ডে তাঁর নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছিল । তাঁর থেকে জিজ্ঞাসাবাদের প্রথম রাউন্ডে সেই বিষয়ে জানতে চাওয়া হচ্ছে ৷

প্রসঙ্গত, গত সোমবার বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে বাধা পান রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তাঁকে ইডির তরফে নোটিশ ধরানো হয় ৷ আজ, বৃহস্পতিবার তাঁকে হাজির হতে বলা হয় ওই নোটিশে ৷ সেই মতো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে এ দিন বেলা ১২টা ৩১ মিনিটে পৌঁছান রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন দক্ষিণ কলকাতার বাড়ি থেকে রুজিরাকে এসকর্ট করে সল্টলেক সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন কলকাতা পুলিশের আধিকারিকরা ।

ইডি সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আগেই পৌঁছেছিলেন ইডির উচ্চপদস্থ আধিকারিকরা ৷ রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছেন তিনজন বিশেষ আধিকারিক । সঙ্গে রয়েছেন অতিরিক্ত দু’জন আধিকারিক । এই পাঁচজনই রুজিরাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন । ওই পাঁচজনের বিশেষ টিমে রয়েছেন দিল্লি থেকে আসা ডেপুটি ডিরেক্টর ও দু’জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছাড়াও দু’জন মহিলা অফিসার । তাঁরাই থাইল্যান্ডে রুজিরার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে নানা প্রশ্ন করেন ৷

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-ইডির জিজ্ঞাসাবাদ

এছাড়াও জানতে চাওয়া হয় তিনি ভারতীয় নাগরিকত্ব কীভাবে পেলেন ? তিনি ভারতে চলে আসার পরেও কীভাবে থাইল্যান্ডের সেই বিশেষ ব্যাংক অ্যাকাউন্টে টাকার লেনদেন হল ? ইডি সূত্রের খবর, এখনও পর্যন্ত রুজিরা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশ্নের কৌশলী জবাব দিচ্ছেন ।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র । ইডি সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে ও তাঁর বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর যে সব নথিপত্র উদ্ধার করেছিলেন তদন্তকারীরা, সেগুলিকে সামনে রেখেও রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷

আরও পড়ুন:ইডি দফতরে রুজিরা, অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদে দিল্লি থেকে হাজির 3 বিশেষ আধিকারিক

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সিবিআই ও ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন অভিষেকের স্ত্রী রুজিরা ৷ ২০২২ এর ২৩ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ তার আগে ২০২২ এর ১৪ জুন সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে প্রায় ৭ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ৷

২০২২ এ আরও একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ ওই বছর ২২ ফেব্রুয়ারি কলকাতায় সিবিআই অফিসে হাজিরা দেন তিনি ৷ প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ ২০২১ এর ১ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

Last Updated : Jun 8, 2023, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details