কলকাতা, 8 জুন: নির্ধারিত সময়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে এসে পৌঁছলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তৈরি হয়েছে তিন পাতার প্রশ্নমালা । পাশাপাশি দিল্লি থেকে বেশ কিছুক্ষণ আগেই তিনজন বিশেষ আধিকারিক ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কলকাতায় । আর কিছুক্ষণ পরই শুরু হবে অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ ।
এদিন দক্ষিণ কলকাতা থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এসকর্ট করে নিয়ে আসেন কলকাতা পুলিশের আধিকারিকরা । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা মূলত এর আগে অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন । এছাড়াও নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ।
ইডির আধিকারিকরা একটি বিশেষ সংস্থার গতিবিধি সম্পর্কে আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন । এছাড়াও কালীঘাটের কাকুর গাছ থেকে পাওয়া একাধিক তথ্য ক্রস কোশ্চেনিং মারফত রুজিরাকে জিজ্ঞাসা করে যাচাই করাও হতে পারে বলে ইডি সূত্রে খবর ৷ থাইল্যান্ড ও মালয়েশিয়া-সহ একাধিক রাষ্ট্রে অভিষেক পত্নীর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ।