কলকাতা, 12 জানুয়ারি: তৃণমূলের পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ চলছে তপসিয়ায় ৷ এক বছরেরও বেশি সময় ধরে তপসিয়ায় তৃণমূল ভবনের পুনর্গঠনের কাজ হচ্ছে । শুক্রবার তপসিয়ায় গিয়ে সেই কাজ খতিয়ে দেখতে সেখানে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
তপসিয়া রোডে তৃণমূলের পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের ভীত পুজো হয়েছিল 2023 সালে দলের প্রতিষ্ঠা দিবসের দিনে ৷ এই পুজোয় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 2004 সাল থেকে এই অফিসটিতেই রাজ্যের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল ৷ এরপর পুরনো অফিসের কাজ আরম্ভ হওয়ার আগে রাজ্য অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয় মেট্রোপলিটনে ৷ আপাতত সেখান থেকে রাজ্য অফিসের কাজকর্ম চলছে ৷ আর পুরনো অফিস ভেঙে জোরকদমে চলছে অত্যাধুনিক মানের তৃণমূল ভবন নির্মাণের কাজ ৷
নতুন তৃণমূল ভবন হবে কর্পোরেট অফিসের ধাঁচে ৷ এখানে থাকবে একধিক কনফারেন্স হল, দলের শীর্ষ নেতৃত্বের জন্য বসার জায়গা, তাদের মিটিংয়ের জন্য ছোট কনফারেন্স ঘর ৷ এখানে শাখা সংগঠনের জন্য ব্যবস্থা থাকবে ৷ এদিন নতুন ভবন তৈরির কাজ কতদূর এগোচ্ছে তা খতিয়ে দেখলেন অভিষেক।