পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তপসিয়ায় পুরনো তৃণমূল ভবন ভেঙে নতুন নির্মাণ কাজ, পরিদর্শনে পৌঁছলেন অভিষেক - Abhishek Banerjee

Abhishek Banerjee: তপসিয়ায় তৃণমূল ভবন ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে ৷ সেই কাজ পরিদর্শনে আচমকায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
তপসিয়ায় নতুন তৃণমূল ভবন নির্মাণের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 8:43 PM IST

কলকাতা, 12 জানুয়ারি: তৃণমূলের পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ চলছে তপসিয়ায় ৷ এক বছরেরও বেশি সময় ধরে তপসিয়ায় তৃণমূল ভবনের পুনর্গঠনের কাজ হচ্ছে । শুক্রবার তপসিয়ায় গিয়ে সেই কাজ খতিয়ে দেখতে সেখানে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তপসিয়া রোডে তৃণমূলের পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের ভীত পুজো হয়েছিল 2023 সালে দলের প্রতিষ্ঠা দিবসের দিনে ৷ এই পুজোয় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 2004 সাল থেকে এই অফিসটিতেই রাজ্যের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল ৷ এরপর পুরনো অফিসের কাজ আরম্ভ হওয়ার আগে রাজ্য অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয় মেট্রোপলিটনে ৷ আপাতত সেখান থেকে রাজ্য অফিসের কাজকর্ম চলছে ৷ আর পুরনো অফিস ভেঙে জোরকদমে চলছে অত্যাধুনিক মানের তৃণমূল ভবন নির্মাণের কাজ ৷

নতুন তৃণমূল ভবন হবে কর্পোরেট অফিসের ধাঁচে ৷ এখানে থাকবে একধিক কনফারেন্স হল, দলের শীর্ষ নেতৃত্বের জন্য বসার জায়গা, তাদের মিটিংয়ের জন্য ছোট কনফারেন্স ঘর ৷ এখানে শাখা সংগঠনের জন্য ব্যবস্থা থাকবে ৷ এদিন নতুন ভবন তৈরির কাজ কতদূর এগোচ্ছে তা খতিয়ে দেখলেন অভিষেক।

নবনির্মিত তৃণমূল ভবনে তৃণমূল চেয়ারপার্স মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা ঘর থাকবে ৷ এর সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতির বসার জন্য আলাদা ঘরের ব্যবস্থাও থাকছে ৷

এছাড়া সোশাল মিডিয়া থেকে শুরু করে অন্য বিভাগগুলিও তাদের মতো করে মিটিং-বৈঠক করতে পারবে নবনির্মিত এই ভবনে ৷ এদিন সেখানে আধঘণ্টা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নির্মাণ কাজে যুক্ত সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন ৷ সূত্রের পাওয়া খবর অনুযায়ী, পুরনো তৃণমূলকে পুরোপুরি তৈরি করতে এখনও আরও কিছুটা সময় লাগবে ৷ তবে কাজের অগ্রগতি দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুশি বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. রাজনীতির কথা বলব না বলেও বিবেকানন্দের বাড়িতে দাঁড়িয়ে অভিষেকের কটাক্ষ শুভেন্দুকে
  2. 'ইডির তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত', কেন শুভেন্দুকে ছাড় ? প্রশ্ন কুণালের
  3. সুজিত-তাপসই শেষ নয়! ইডির আতসকাচের নীচে 14 বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details