পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভার্চুয়ালি নেতাজি ইন্ডোরে অভিষেক, অসুস্থতার জন্য বলতে পারলেন না একটি শব্দও - অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন ৷ শারীরিক অসুস্থতার কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে ভার্চুয়ালি তিনি উপস্থিত ছিলেন ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 5:02 PM IST

কলকাতা, 23 নভেম্বর: সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেসের যে কোনও অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সবচেয়ে বেশি গুরুত্ব পান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ফলে প্রতিটি কর্মসূচিতেই তাঁর উজ্জ্বল উপস্থিতি বরাবর চোখে পড়ে ৷ বৃহস্পতিবার সেই উপস্থিতিতে ব্যাঘাত ঘটল ৷ শারীরিক অসুস্থতার কারণে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সশরীরে থাকতে পারেননি তিনি ৷ কিন্তু ভার্চুয়ালি উপস্থিত ছিলেন৷ যদিও তিনি কোনও কথা বলেননি ৷ শুধু হাতজোড় করে প্রণাম সারেন দলের সবস্তরের নেতাদের উদ্দেশ্যে ৷

উল্লেখ্য, নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ তৃণমূল কংগ্রেসের মেগা শো ছিল । গতকালই (বুধবার) রাতে জানা গিয়েছিল চোখের সংক্রমণের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এ দিন সভা শুরু হওয়ার কিছু পরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত হবেন ৷ অন্য নেতাদের ভাষণের মাঝেই হাজির হন অভিষেক ৷ তখন সুব্রত বক্সি জানান যে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা তাঁকে কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন ৷ তাই তিনি কথাও বলতে পারবেন না ৷

সেই সময়ই অভিষেক হাতজোড় করে প্রণাম জানান সকলকে ৷ তার পর তিনি আর ছিলেন না সভা চলাকালীন ৷ পরে ভাষণ দেওয়ার সময় অভিষেকের অসুস্থতার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান যে অভিষেকের চোখে আবার সমস্যা দেখা দিয়েছে ৷ সেই কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকতে পারলেন, সেই কথাও জানান মমতা ৷

লোকসভা নির্বাচনের আগে হাতে আর মাত্র সাড়ে তিন মাস সময় বাকি । তার আগে এ দিন সভা থেকে নেতাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলেও জানান ৷ তাছাড়া বিরোধীদের কড়া সমালোচনাও শোনা যায় তাঁর মুখে ৷

আরও পড়ুন:

  1. ইন্ডোরে মেগা বৈঠকের আগে অভিষেকের চোখে সংক্রমণ, বাণিজ্য সম্মেলন থেকে বেরিয়ে দেখতে ছুটলেন মমতা
  2. কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল সাংসদদের নিয়ে মোদির কাছে যাওয়ার ঘোষণা মমতার

ABOUT THE AUTHOR

...view details