কলকাতা, 16 মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনে আলো ফেরালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মাঝরাত নাগাদ 'এক ডাকে অভিষেক'-এ ফোন আসে ৷ সেখানে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ফোন করে জানান, আলো নেই ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে ৷ তাতেই কোনও ভাবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকায় ৷ তাই প্রশাসনের কাছে পৌঁছতে পড়ুয়ারা অভিষেকের বিশেষ নম্বরটিতে ফোন করে সমস্যার কথা জানান ৷ আর তাতে ফলও মিলেছে ৷ টুইট করে খবরটি জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে (Emergency call to Abhishek Banerjee over power disruption in North Bengal) ৷
বুধবার গভীর রাতে অভিষেক টুইট করে লেখেন, "আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ ঝড়-বৃষ্টি হয়েছে ৷ তাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ এ নিয়ে জরুরি ফোন আসে এক ডাকে অভিষেকে ৷ এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে ৷ আমি এ নিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছি ৷" এর সমাধানে তাঁর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি আরেকটি টুইট করেন ৷ সেখানে তিনি জানান, "বিদ্যুৎ সংযোগ ফেরাতে 250 জনেরও বেশি কর্মী কাজে লেগে পড়েছেন ৷ আগামী 6 থেকে 8 ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ ফিরবে ৷ এভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুব ভালো লাগছে ৷ আপতকালে তাঁদের অসুবিধের কথা জানিয়ে তাঁরা আমাদের সাহায্য করছেন ৷"