পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ, বর্ষীয়ান নেতাদের আশীর্বাদ চেয়ে বার্তা অভিষেকের - গুরুজনদের আশীর্বাদ নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক

ফেসবুকে দলের বর্ষীয়ান নেতাদের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

By

Published : Jun 7, 2021, 9:30 AM IST

কলকাতা, 7 জুন : দলের বর্ষীয়ান নেতা, নেত্রীদের আশীর্বাদ ও পরামর্শ তাঁর এই নতুন যাত্রাপথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে । তাঁদের সুচিন্তিত পরামর্শ আগামীর লড়াইয়ের পথ দেখাবে ৷ সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন সদ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে গুরুদায়িত্ব দিয়েছে তা পালন করতে সকলকে নিয়ে চলতে চান অভিষেক । এক্ষেত্রে দলের প্রবীণ নেতৃত্বকে সম্মান দিয়েই এগোবেন তিনি । কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে পরামর্শ নিতে রবিবার পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি এবং সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ৷ পরে ফেসবুকে দলের বর্ষীয়ান নেতাদের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন অভিষেক ৷ লেখেন, "বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আরও একবার তাদের আস্থা রেখেছে । মানুষের ভালবাসা ও ভরসার মর্যাদা দিতে আমরা বদ্ধপরিকর । মানুষের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে তৃণমূল কংগ্রেসের সংগ্রাম অব্যাহত থাকবে । গতকাল তৃণমূল ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে দলের পক্ষ থেকে আমাকে এক নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ ।"

সুব্রত মুখোপাধ্য়ায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : অভিষেককে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন সুব্রত বক্সি

তিনি আরও লেখেন, "দলের বর্ষীয়ান নেতা, নেত্রীদের আশীর্বাদ ও পরামর্শ আমাকে এই নতুন যাত্রাপথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে । আমার এই নতুন ভূমিকার সূচনালগ্নে দলের তিন অভিজ্ঞ নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামের দীর্ঘদিনের শরিক সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলাম । তাঁদের সুচিন্তিত পরামর্শ আগামীর লড়াইয়ে পথ দেখাবে ।"

সুব্রত বক্সির সঙ্গে আলোচনায় অভিষেক

ABOUT THE AUTHOR

...view details