কলকাতা, 7 জুন : দলের বর্ষীয়ান নেতা, নেত্রীদের আশীর্বাদ ও পরামর্শ তাঁর এই নতুন যাত্রাপথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে । তাঁদের সুচিন্তিত পরামর্শ আগামীর লড়াইয়ের পথ দেখাবে ৷ সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন সদ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে গুরুদায়িত্ব দিয়েছে তা পালন করতে সকলকে নিয়ে চলতে চান অভিষেক । এক্ষেত্রে দলের প্রবীণ নেতৃত্বকে সম্মান দিয়েই এগোবেন তিনি । কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে পরামর্শ নিতে রবিবার পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি এবং সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ৷ পরে ফেসবুকে দলের বর্ষীয়ান নেতাদের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন অভিষেক ৷ লেখেন, "বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আরও একবার তাদের আস্থা রেখেছে । মানুষের ভালবাসা ও ভরসার মর্যাদা দিতে আমরা বদ্ধপরিকর । মানুষের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে তৃণমূল কংগ্রেসের সংগ্রাম অব্যাহত থাকবে । গতকাল তৃণমূল ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে দলের পক্ষ থেকে আমাকে এক নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ ।"