কলকাতা, 13 জুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডাকে সাড়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগেই জানিয়েছিলেন এই মুহূর্তে তিনি যেতে পারবেন না। পঞ্চায়েত নির্বাচনের পর তিনি যাবেন। সেটাই এবার আনুষ্ঠানিকভাবে আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে ইডিকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই তাঁর ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই কর্মসূচি ছেড়ে এদিন আসেননি অভিষেক। তার বদলে আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করলেন তিনি। একই সঙ্গে তিনি এও জানিয়ে দিলেন, অতীতেও তিনি তদন্তে সাহায্য করেছেন আগামিদিনেও সাহায্য করবেন।
একইসঙ্গে তিনি এও জানতে চেয়েছেন যে মামলায় তাকে হাইকোর্ট জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন তার সঙ্গে যে দীর্ঘ তথ্যাবলী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চেয়েছে,তার সম্পর্ক কি! এদিন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন, আজ সিজিও কমপ্লেক্স তথা ইডির অফিসে যাওয়া যাবে না ৷ কারণ তিনি এই মুহূর্তে তিনি কলকাতায় নেই ৷ এছাড়াও পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি রাজ্যব্যাপী যাত্রার অংশ হিসাবে ভ্রমণ করছেন। যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন 08.07.2023তারিখে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে তাঁর প্রস্তুতিতেই নিযুক্ত রয়েছেন তিনি। তাই তাঁর পক্ষে এখনই হাজিরা দেওয়া সম্ভব নয়।