কলকাতা, 7 অগস্ট:গতকালই টাইমস স্কোয়ারে নিজের ছবি সোশাল মিডিয়ায় টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ অর্থাৎ সোমবার সেখান থেকেই তিনি টুইটে সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে । লিখলেন, সত্য পরাক্রমশালী । একদিন সত্য প্রকাশ্যে আসবেই । গতকালই বিভিন্ন সংবাদমাধ্যমে লন্ডনবাসি এক রুশ বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে প্রভাবশালীর কালো টাকার যোগসূত্রের খবর প্রকাশ্যে এনেছে ইডি । এরপরই এ দিন এই কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
এদিন টুইটে তিনি একটি টাইপ করা বক্তব্য শেয়ার করেছেন । সেখানে লেখা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পদে অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি দেখা সত্যিই হতাশাজনক । যাঁরা তাঁদের রাজনৈতিক সুবিধাভোগীদের সেবায় একটি দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে মিডিয়াতে বানানো গল্প প্রচার করার জন্য একটি অতুলনীয় প্রতিভার অধিকারী । দুঃখজনকভাবে, বছরের পর বছর সময় এবং করদাতাদের অর্থ বিনিয়োগ করার পর, তদন্তে ব্যয় সত্ত্বেও, তারা ক্রমাগতভাবে আদালতের সামনে বাস্তবিক ভিত্তি আছে এমন প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ ।