পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: নির্ধারিত সময় শেষের আগেই ইডি দফতরে নথি পাঠালেন অভিষেক - কলকাতা হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল ৷ মঙ্গলবারের মধ্যে সেই নথি জমা দেওয়ার কথা ছিল ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 10:32 PM IST

Updated : Oct 10, 2023, 10:39 PM IST

কলকাতা, 10 অক্টোবর: কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সূচি শেষ হওয়ার আগেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর দফতরে জমা দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথিপত্র । নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে অভিষেকের কাছে যে যে নথি চাওয়া হয়েছিল তা আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু এদিন সারাদিন তাঁর তরফে কোনও নথি ইডি দফতরে জমা না পড়ায় বিষয়টি নিয়ে জল্পনা ছড়ায় ৷ এদিন নথি জমা না পড়লে বা আদালতের নির্দেশ অমান্য হলে ইডি আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে বলেও এদিন জানায় হাইকোর্ট ৷ তারপরেই, এদিন রাতে ইডির অফিসে জমা পড়ে অভিষেকের নথি ৷

ইডি সূত্রের খবর, এদিন রাত সাড়ে নটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আইনজীবীর তরফে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দফতরে প্রত্যেকটি নথিপত্র জমা দিয়ে আসা হয়েছে । সেই নথির মধ্যে রয়েছে হার্ড কপিও , এছাড়াও ই-মেলও নথি পাঠানো হয়েছে । উল্লেখ্য, ইডির নির্দেশ মতো এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নথি জমা না দিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । এদিন রাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দু’জন আইনজীবী ইডির দফতরে যান ।

আরও পড়ুন: অভিষেকের সম্পত্তি নিয়ে ইডি'র দেওয়া তথ্যে ক্ষুব্ধ হাইকোর্ট, লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চাইল আদালত

তার আগে, এদিন বিকেলেই অভিষেকের নথি জমা সংক্রান্ত বিষয়টি আদালতকে জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এই প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, নির্দেশ পালন না করলে অভিষেকের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে পারবে ইডি । মঙ্গলবার বিকেলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে । শুনানিতে ইডির আইনজীবী আদালতকে জানান, এখনও পর্যন্ত (মঙ্গলবার বিকেল ৪.৩০টে ) ইডির দফতরে কোনও হার্ড কপি জমা দেননি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই কথা শোনার পরেই বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দেন, আদালতের নির্দেশ না মানা হলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আদালতে তরফে নির্ধারিত সময়সূচিও বেঁধে দেওয়া হয় এদিন । এই নির্দেশের পরেই এদিন অভিষেকের তরফে ইডি দফতরে নথি পাঠানো হয় বলে খবর ৷

Last Updated : Oct 10, 2023, 10:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details