আগরতলা, 22 নভেম্বর : সায়নী ঘোষ গ্রেফতারের পরের দিন সকালেই ত্রিপুরা পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগরতলা বিমানবন্দরে নেমেই ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি ৷ ধমকে, চমকে ত্রিপুরায় তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের নেতা-নেত্রীরা ত্রিপুরার মাটিতে পা রাখলেই অশান্তির ঘটনা ঘটা রুটিন হয়ে দাঁড়িয়েছে ৷ গতকাল সাংসদ কুণাল ঘোষ, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ত্রিপুরায় পৌঁছনোর পরই অশান্তি শুরু হয় ৷ অভিযোগ, থানায় ঢুকে তৃণমূল কর্মী-সমর্থকদের মারধর করা হয় ৷ পরে সায়নী ঘোষকে গ্রেফতার করা হয় ৷
আজ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচি উপলক্ষ্যেই কুণাল-সায়নীরা ত্রিপুরায় গিয়েছিলেন ৷ তারপরেই অশান্তি ৷ দলীয় নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় রাতেই ত্রিপুরা পৌঁছতে চেয়েছিলেন অভিষেক ৷ কিন্তু তা সম্ভব না হওয়ায় আজ সকালেই আগরতলা পৌঁছে যান তিনি ৷ বিমানবন্দরে নেমে ত্রিপুরার বিজেপি সরকারকে তুলোধনা করেন অভিষেক ৷ তিনি বলেন, " ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে ৷ এখানে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই ৷ প্রত্যেকবারই এখানে আমাদের সভা আটকানো হয় ৷"