পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek slams Suvendu: 'মামলা হবেই, কোনও বেঞ্চ আপনাকে বাঁচাবে না', শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ পালটা বিরোধী দলনেতাকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 20, 2023, 9:30 PM IST

কলকাতা, 20 এপ্রিল: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে করা তাঁর অভিযোগের সমস্ত তথ্য আজ ফাঁস করবেন । কিন্তু শেষ পর্যন্ত কোনও তথ্যই ফাঁস করেননি তিনি । উলটে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, আদালতে মামলা করতে তিনি সেখানে সমস্ত তথ্য জমা দেবেন । বিরোধী দলনেতার এই বক্তব্যকেই নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোপলিটনের সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, বাংলার মুখ্যমন্ত্রীকে 'প্রাক্তন' করার এর চেয়ে ভালো সুযোগ উনি পাবেন না । কেন উনি প্রমাণ প্রকাশ্যে আনছেন না । মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রমাণ দিন । উনি পদত্যাগ করবেন । এদিন বিরোধী দলনেতা শুধু বাজার গরম করতে চাইছেন বলেও অভিযোগ করেছেন অভিষেক । একইসঙ্গে তাঁর হুমকি, 'আদালতে তো মামলা হবেই । কোনও বেঞ্চ আপনাকে বাঁচাতে পারবে না ।'

এদিন বিরোধী দলনেতা সম্পর্কে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ও টুইট করে বলে, একটা বোমা ফাটাবে । আপনারা কয়েক দিন ধরে নাচেন । আর দেখেন কিচ্ছু নেই । ফাঁপা বেলুন । বেলুন খুললে যেমন গ্যাস বেরিয়ে যায় তেমন....কিচ্ছু নেই । 2020 সালের ডিসেম্বর মাসে উনি বিজেপি জয়েন করেছেন । আজকে আড়াই বছর হল । প্রায় হাজার দিন । হাজার দিনে প্রায় 1 হাজার জনসভা বা প্রেস কনফারেন্স উনি করেছেন । একটা জনসভা দেখান, যেখানে প্রেস কনফারেন্স বা জনসভায় আমাকে গালাগালি দেননি । হাজার জনসভা থেকে প্রায় হাজার অভিযোগ করেছেন, কিন্তু একটা প্রমাণ করতে পারেননি ।"

আরও পড়ুন: মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর ফোন কল প্রসঙ্গে আজ শুভেন্দু জানিয়েছেন, হাইকোর্টে মামলা হলে যদি আদালত নির্দেশ দেয়, তাহলে মমতা-অমিত ফোনালাপ প্রকাশ্যে আনবেন । অভিষেকের পালটা জবাব, "হাইকোর্টে তো মামলা হবেই । আপনাকে ল্যাজে-গোবরে করব । কোনও বেঞ্চ আপনাকে বাঁচাবে না ।"

একই সঙ্গে শুভেন্দুর ভাষাবোধ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ । অভিষেকের হুঁশিয়ারী, মুখ্যমন্ত্রীকে যে রাজ্যের বিরোধী দলনেতা ফুফু বলেন, খালা বলেন, বেগম বলেন, তাঁর ভাষার মাধুর্য নিয়ে কথা বলার অধিকার নেই ! কোনও গঠনমূলক আলোচনা নেই । ব্যক্তিগত স্তরে আক্রমণ করতে করতে এত নিচে নেমে গিয়েছেন, লোকের চরিত্র হনন কাজ হয়ে দাঁড়িয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details