কলকাতা, 8 জুন : সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর থেকেই দলের প্রবীণ, অভিজ্ঞ নেতাদের বাড়ি গিয়ে তাঁদের আশীর্বাদ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রবিবার পার্থ চট্টোপাধ্যায়-সুব্রত বক্সি-সুব্রত মুখোপাধ্যায়, সোমবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা সাংসদ সৌগত রায়ের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন এই যুবনেতা । দু'জনের মধ্যে প্রায় 40 মিনিট কথা হয় । সেখান থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাত নিলেন অভিষেক ।
এদিনই দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু । স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি 356 ধারা জারির পক্ষে সওয়াল করেন ৷ দিনের দিনই শুভেন্দুর সেই দাবি খারিজ করে দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ । তিনি বলেন, "কে কী বলেছেন তা আমার জানা নেই । তবে এটুকুই বলতে পারি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার আগে বিজেপি নেতৃত্ব নিজের অন্তর্কলহ মেটাক ।"
ঘটনার সূত্রপাত সোমবার । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর ওইদিনই শুভেন্দু সম্পর্কে অভিষেক বলেছিলেন, "উনি দিল্লির বশ্যতা স্বীকার করে কুত্সা না করে বিরোধী দলনেতার মতো দায়িত্বশীল আচরণ করুন । গঠনমূলক ভূমিকা পালন করুন । এই অনুরোধই করব ।" যার জবাবে মঙ্গলবার দিল্লিতে শুভেন্দু বলেন, "প্রথমত, তৃণমূল কোনও দলই নয় ! ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি । একটা আঞ্চলিক পার্টি । আমি ওই পার্টির কোনও নেতার প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি নই । আমার লেভেলের কোনও নেতাকে বলতে বলবেন, তার উত্তর আমি দিয়ে দেব ।"