পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu-Abhishek Clash: '21 তারিখেও খারাপ কিছু হবে ?' অভিষেকের 'ডিসেম্বর' খোঁচার পালটা দিলেন শুভেন্দুও - Suvendu Adhikari December Remarks

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের (Several died by stampede at Suvendu Adhikari meeting) ৷ তারপরেই টুইটে শুভেন্দুকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) । পালটা রুজিরার নাম করে আক্রমণ বিরোধী দলনেতার ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 15, 2022, 7:59 AM IST

Updated : Dec 15, 2022, 8:45 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর: 12, 14 এবং 21 ডিসেম্বর । ক্যালেন্ডার বিশেষ তাৎপর্যের কথা না-বললেও এই তিনদিনের কথা বারবার শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে । বিরোধী দলনেতা জানিয়েছিলেন, এই তিনদিন বিশেষ কিছু ঘটবে । শুভেন্দুর ক্রমাগত দাবি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছিল এই তিনদিনকে । এবার আসানসোলে বিজেপি নেতার অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ওই তিনদিনের কথা তুলেই শুভেন্দুকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

শুভেন্দু ডিসেম্বর মাসের যে 3টি তারিখে বিশেষ কিছু হওয়ার ঘোষণা করেছিলেন, তার মধ্যে 12 ডিসেম্বর মারা গিয়েছেন বগটুই কাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখ । 14 ডিসেম্বর আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন তিনজন । তারপরেই তৃণমূলের সাধারণ সম্পাদক টুইটারে লিখেছেন, "21 ডিসেম্বর এর চেয়েও খারাপ কিছু ঘটবে না তো ?"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুভেন্দুর মামলার রায়দান স্থগিত হাইকোর্টের

টুইটারে অভিষেক লেখেন, "12, 14 এবং 21 ডিসেম্বর ধামাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । 12 ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকা লালন শেখের দেহ পাওয়া গিয়েছে । 14 ডিসেম্বর শুভেন্দুর অনুষ্ঠানে তিন জনের প্রাণ গিয়েছে । 21 ডিসেম্বর কি আরও খারাপ কিছু ঘটতে চলেছে ?"

আরও পড়ুন: শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক শিশু-সহ 3

অভিষেকের টুইটের পালটা দিয়েছেন শুভেন্দুও । খানিক পরেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের করা টুইটকে উদ্ধৃত করে একটি টুইট করেন শুভেন্দু । অভিষেক-পত্নী রুজিরার নাম নিয়ে ওই টুইটে লেখেন, "প্রিয় বাবু সোনা ওরফে কয়লা ভাইপো । এগুলো মনোযোগ দিয়ে পড়ুন । পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় রুজিরা নারুলা কে ? আপনার কি উত্তর আছে ? আপনি কি লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির পরিচালকদের নাম ও পরিচয় এবং তাদের সঙ্গে আপনার সম্পর্ক জনসমক্ষে আনতে পারবেন ?"

একই সঙ্গে ওই টুইটে দু'টি ট্রান্সফার ফর্মের ছবি দিয়েছেন তিনি । তার মধ্যে একটি 15 লক্ষ টাকার চেকে রুজিরা নারুলা নামে স্বাক্ষর রয়েছে । অন্য ছবিতে দেখা যাচ্ছে, একটি চার্জশিটে দাবি করা হয়েছে মোরালিটি ডিয়েলকম নামের একটি সংস্থার অ্যাকাউন্টে চার কিস্তিতে প্রায় সাড়ে 29 লক্ষ টাকা দেওয়া হয়েছে । যা পাঠানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির তরফে । একইভাবে প্রায় 4 কোটি টাকা গিয়েছে এইচআর ইনফ্রাকন লিমিটেডের অ্যাকাউন্টে ।

Last Updated : Dec 15, 2022, 8:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details