পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: পারলে দিল্লিতে আন্দোলন আটকে দেখান, মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

Abhishek Banerjee Slams BJP: গান্ধি জয়ন্তীতে দিল্লিতে ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের ৷ সেই কর্মসূচির আগে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন্দ্রের বিরুদ্ধে গায়ের জোরে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ করেছেন তিনি ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 2:30 PM IST

Updated : Sep 30, 2023, 3:41 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর:কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে আন্দোলন করার কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই কর্মসূচির আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন মোদি সরকারের বিরুদ্ধে ৷ বলেছেন, ‘‘পারলে দিল্লিতে আন্দোলন আটকে দেখান ৷’’

কেন্দ্রীয় সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস ৷ প্রকাশ্যে এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও একাধিকবার এই নিয়ে সরব হয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ধরনাও দিয়েছেন ৷

গত 21 জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান থেকে দিল্লিতে গিয়ে ধরনা দেওয়ার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 2 অক্টোবর ও 3 অক্টোবর দিল্লিতে এই কর্মসূচি রয়েছে তৃণমূলের ৷ সেই কর্মসূচির আগে ভার্চুয়ালি তৃণমূলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ 18 মিনিট 14 সেকেন্ডের ওই ভিডিয়োতে তিনি চড়া সুরে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ‘‘গত কয়েক বছর ধরে আমরা বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতির শিকার হয়ে এসেছি ৷’’ তাঁর দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলির টাকা বিজেপি অন্যায়ভাবে গায়ের জোরে আটকে রেখেছে ৷ 2021 সালে বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ায় ওরা বাংলার মানুষকে শাস্তি দিতে চাইছে ৷

ওই ভার্চুয়াল ভাষণে তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার 8200 কোটি টাকা আটকে রেখেছে ৷ শ্রমিকদের প্রায় 3 হাজার কোটি টাকা আটকে রেখেছে ৷ 20 লক্ষের বেশি শ্রমিক একশো দিনের কাজ করে পারিশ্রমিক পাননি ৷ আবাস যোজনায় প্রায় 11 লক্ষ প্রাপ্য পাননি ৷ 34 লক্ষ আবাস যোজনার জন্য অপেক্ষা করছে ৷ কেন্দ্রের 50টি দল তদন্তে এসেছে ৷ রাজ্য সরকার সবরকম সাহায্য করেছে ৷ তার পরও টাকা দেয়নি বলে অভিযোগ অস্বীকার ৷

তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠি লিখেছেন ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে টাকা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ৷ তার পর কেন্দ্র টাকা দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন ৷

তাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রের মোদি সরকারকে ৷ বলেছেন, ‘‘বৈঠক আপনাকে করতে হবে, জবাব আপনাকে দিতে হবে, টাকা আপনাকে ছাড়তে হবে মোদিবাবু (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) ৷ আপনি যদি ভাবেন ট্রেন বাতিল করে, ইডি-সিবিআই দিয়ে তৃণমূলের আন্দোলনের মানসিকতা ভাঙবেন, আপনি মুর্খের স্বর্গে বাস করছেন ৷ আমরা অন্য ধাতুতে তৈরি ৷’’

আরও পড়ুন:বাসে চেপে দিল্লির পথে তৃণমূল কর্মী-সমর্থকরা, সন্ধে পর্যন্ত চলবে রওনা প্রক্রিয়া

Last Updated : Sep 30, 2023, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details