কলকাতা, 31 মার্চ: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ রাজ্যের পুলিশ-প্রশাসনের পাশাপাশি শাসকদল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি ৷ এবার এর পালটা আসরে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
শুক্রবার দুপুরে রামনবমীর শোভাযাত্রার একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেন অভিষেক ৷ সেখানে দেখা যাচ্ছে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী এক যুবকের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র ৷ এই ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপিকে পালটা আক্রমণ করে অভিষেক লেখেন, "বিজেপি'র দাঙ্গাবাজী ফর্মুলাকে ফের কাজে লাগানো হয়েছে ৷ বিভিন্ন সম্প্রদায়কে পরস্পরের বিরুদ্ধে উসকে দেওয়া, হিংসা ছড়াতে অস্ত্র সরবরাহ করা, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা ও এর রাজনৈতিক লাভ তোলা ৷ এটাই বিজেপি'র পুরনো অপবিত্র নীল নকশা ৷" তবে সামাজিক মাধ্যমে অভিষেকের পোস্ট করা এই ভিডিয়ো কোথাকার, তা টুইটে পরিষ্কার করে বলা নেই ৷